আলাউদ্দিন,লোহাগাড়া :

লোহাগাড়া উপজেলার ৯টি ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন লোহাগাড়া উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ। গত ৭ অক্টোবর রাতে স্থানীয় প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ বিভিন্ন পূজামন্ডপে পরিদর্শনে আসা দর্শনার্থী , পূজা কমিটি এবং নিরাপত্তায় থাকা বিভিন্ন দপ্তরের সাথে মতবিনিময় করেন।

এবারে লোহাগাড়া উপজেলার ১’শ ৮টি পূজা মন্ডপে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। প্রতিটি পূজামন্ডপে যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে স্থানীয় প্রশাসন।

স্থানীয় পূজা উদযাপন পদমরিষদের নেতৃবৃন্দ জানান , ধর্ম যার যার , উৎসব সবার। এবার এখানে তিনদিন উৎসবমূখর পরিবেশে জাতি , ধর্ম নির্বিশেষে প্রত্যেকে শারদীয়া দূর্গোৎসব উদযাপনে অংশ নেন।

সন্ধ্যার পর প্রতিটি পূজামন্ডপে নারী-পুরুষের ব্যাপক সমাগম ছিল। কোন কোন পূজামন্ডপে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভন্ন থিমের আয়োজন করা হয়। এতে পূজার জৌলুশ আরো বেড়ে যায়।

৮ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বির্সজনের মাধ্যমে এ বছরের দূর্গোৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘঠে।

লোহাগাড়া ইউএনও তৌছিফ আহমেদ জানান , প্রত্যেক পূজামন্ডপে সরকারী বরাদ্দ সমান হারে ভাগ করে দেয়া হয়েছে। এছাড়া স্থানীয় সাংসদও বিভিন্ন পূজামন্ডপে গিয়ে আনন্দ উপভোগ করেছেন বলে জানান। এসময় উপস্থিত ছিলেন লোহাগাড়া উপস্থিত ছিলেন লোহাগাড়া প্রেস ক্লাবের সভাপতি নুরুল ইসলাম , সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ , যুগ্ম সাধারন সম্পাদক পুষ্পেন চৌধুরী , সাংগঠনিক সম্পাদক মো. জসিম , অর্থ সম্পাদক খোকন সুশীল , প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. জাহেদুল ইসলাম , কার্য্য নির্বাহী কমিটির সদস্য সিরাজুল ইসলাম , মো. আলাউদ্দিন , পদুয়া ইউপি সদস্য মো. কাওসার প্রমুখ।