মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসাবে সারা বিশ্বে আজ স্বীকৃত। তারমাঝে কক্সবাজার হলো সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য তীর্থভূমি। যেখানে বিজয়া দশমীর বিসর্জন অনুষ্ঠানে দেশের সর্ববৃহৎ সার্বজনীন উৎসব হয়। এই উৎসব ধীরে ধীরে কক্সবাজারের ইতিহাস, ঐতিহ্য ও সভ্যতার অংশ হয়ে যাচ্ছে।

রোববার ৬ অক্টোবর সন্ধ্যায় কক্সবাজার শহরের প্রধান সড়কস্থ সরস্বতী বাড়ি ও কালিবাড়ি পূজা মন্ডপ পরিদর্শনের পর পুজা কমিটির কার্যালয়ে শুভেচ্ছা বিনিময়কালে কক্সবাজারের জেলা ও দায়রা জজ খোন্দকার হাসান মোঃ ফিরোজ একথা বলেন। জেলা ও দায়রা জজ খোন্দকার হাসান মোঃ ফিরোজ পুজা কমিটির কার্যালয়ে পৌঁছালে কক্সবাজার জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট রনজিত দাশের নেতৃত্ব কমিটির অন্যান্যরা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরিদর্শনকালে জেলা জজ সহ অতিথিবৃন্দ পূজার থিম অনুভব করেন। এসময় তাঁর সাথে অন্যান্যের মধ্যে সিনিয়র সহকারী জজ আলাউল আকবর, কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আ.জ.ম মঈন উদ্দীন, সাধারন সম্পাদক এডভোকেট ইকবালুর রশিদ আমিন সোহেল, পি পি এডভোকেট ফরিদুল আলম, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের ট্রাষ্টি অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন, এপিপি এডভোকেট দীলিপ কুমার ধর, জেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি রতন দাশ, উদয় শংকর পাল মিঠু, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান আইনজীবী ঐক্য পরিষদের সদস্য সচিব এডভোকেট বাপপী শর্মা, কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি বেন্টু দাশ, সংবাদকর্মী বলরাম দাশ অনুপম প্রমুখ উপস্থিত ছিলেন।