মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

বাংলাদেশ সরকারের একুশে পদক প্রাপ্ত, রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারের অধ্যক্ষ পন্ডিত ভদন্ত সত্যপ্রিয় মহাথেরো পরলোক গমন করেছেন। বৃহস্পতিবার ৩ অক্টোবর দিবাগত রাত পৌনে ১ টার দিকে ঢাকাস্থ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় (সাবেক পিজি হাসপাতাল) এ চিকিৎসাধীন অবস্থায় তিনি পরলোক গমন করেন। বিষয়টি বাংলাদেশ বৌদ্ধ ধর্মীয় কল্যান ট্রাস্টের ট্রাস্টি এডভোকেট দীপংকর বড়ুয়া পিন্টু সিবিএন-কে নিশ্চিত করেছেন।

অধ্যক্ষ পন্ডিত ভদন্ত সত্যপ্রিয় মহাথেরো সংঘরাজ ভিক্ষু মহাসভার সহ সভাপতি ও বৌদ্ধ ধর্মালম্বীদের অন্যতম শীর্ষ ধর্মীয় গুরু ছিলেন। তিনি ২০১২ সালে দেশের অন্যতম মর্যদাপূর্ণ পুরস্কার একুশে পদক লাভ করেন। অধ্যক্ষ পন্ডিত ভদন্ত সত্যপ্রিয় মহাথেরো একই বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর সঙ্গী হিসাবে কয়েকটি দেশ সফর করেন। তিনি দীর্ঘদিন যাবৎ রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের মেরুংলোয়া কেন্দ্রীয় সীমা মহাবিহারের অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন।