পেকুয়া প্রতিনিধি:
দুর্নীতি কোন নির্ধারিত ব্যাক্তি গোষ্ঠীকে নয় পুরো দেশ ও জাতিকে ধ্বংস করে দেয় বলে উল্লেখ করেন পেকুয়া উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শিক্ষাবিদ ড.লায়ন মোহাম্মদ সানাউল্লাহ। তিনি আরো বলেন, দূর্নীতি প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। নিজের নৈতিক মূল্যবোধের ব্যাপারে দায়িত্বশীল হলেই দূর্নীতি প্রতিরোধ করা সম্ভব। তিনি বৃহস্পতিবার

(৩ অক্টোবর) সকালে পেকুয়া দূর্ণীতি প্রতিরোধ কমিটির আয়োজিত আন্ত স্কুল ভিত্তিক বির্তক প্রতিযোগিতার সেমিফাইনাল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। পেকুয়া সরকারি জিএমসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্টানে বক্তব্য রাখেন, দুদক পেকুয়ার সহসভাপতি জিএমসি স্কুলের সাবেক প্রধান শিক্ষক এনামুল হক চৌধুরী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পেকুয়া শাখার ব্যাবস্থাপক আনোয়ারুল আলম, দুদক পেকুয়ার মহাসচিব ডাক্তার আশেক উল্লাহ, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার উলফাত জাহান চৌধুরী, মেহেরনামা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামসুদ্দোহা, সাংস্কৃতিক কর্মী এফ এম সুমন। অনুষ্ঠানে পেকুয়া সরকারি জিএমসি উচ্চ বিদ্যালয়ের বিতার্কিকদল মেহেরনামা উচ্চ বিদ্যালয়ের বিতার্কিক দলের মোকাবেলা করে। যুক্তিতর্কে পেকুয়া জিএমসির বিতার্কিক দল বিজয়ী হয়।।

উল্লেখ্য যে, ফাইনালে পেকুয়া জিএমসি স্কুল শিলখালী উচ্চ বিদ্যালয়ের বিতার্কিকদের সাথে লড়বেন। ফাইনালের তারিখ পরে জানিয়ে দেয়া হবে।।