আলাউদ্দিন, লোহাগাড়া :

অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রির অপরাধে লোহাগাড়ায় ৭ মুদির দোকানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২ অক্টোবর) দুপুরে লোহাগাড়া সদর বটলী মোটর স্টেশনে ও আধুনগর বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়। লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদ্মাসন সিংহ অভিযান পরিচালনা করেন।

পদ্মাসন সিংহ জানান, ৫৮ টাকার পেঁয়াজ ৯২টাকা বিক্রির দায়ে উপজেলা সদরের বটতলী মোটর স্টেশনের আলুরঘাট রোডেরর সাহাব মিয়া সওদাগরের মুদির দোকানে ২হাজার টাকা, জসিম উদ্দিনের দোকানে ২হাজার, ফজলুল হকের দোকানে ১ হাজার, দেলোয়ার হোসেনের দোকানে ১হাজার টাকা, লোকমানের দোকানে ২হাজার রিদুয়ানের দোকানে ২হাজার এবং আধুনগর লাল মিয়া সওদাগরের দোকানে ৫হাজার টাকাসহ মোট ১৫হাজার টাকা ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪০ ধারা অনুযায়ী জরিমানা করা হয়েছে।

পদ্মাসন সিংহ আরও বলেন, ‘পেঁয়াজের উচ্চমূল্য নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত থাকবে। আমরা সব ব্যবসায়ীকে পেঁয়াজের বিষয়ে সতর্ক করছি, যেন তারা সিন্ডিকেট তৈরি করে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি থেকে বিরত থাকেন।’

অভিযানে উপস্থিত ছিলেন লোহাগাড়া থানার এসআই অজয়দেব শীল,উপজেলা ভূমি অফিসের নাজির সমির চৌধুরী ।