সংবাদ বিজ্ঞপ্তি :

প্রথমবারেরমতো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে কক্সবাজার পৌরসভা। নতুন পরিষদের অল্প সময়ে অনেক বড় এ অর্জন পৌরবাসীর জন্যও গৌরবের। এদিকে খেলা চলাকালিন পৌরসভার অভিভাবক ক্রীড়াবান্ধব মেয়র মুজিবুর রহমান দেশের বাইরে অর্থাৎ সরকারী সফরে ইন্দোনেশিয়ায় অবস্থান করায় ফাইনাল খেলা উপভোগ করতে পারেননি। তাই বুধবার দুপুরে পৌরসভা সম্মেলন কক্ষে ঐতিহাসিক বিজয়ের সেই চ্যাম্পিয়ন ট্রফি আনুষ্ঠানিকভাবে মেয়র মুজিবুর রহমানের হাতে তুলে দেন পৌরসভার প্যানেল কাউন্সিলর এবং কর্মকর্তাগণ। এসময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র-২ হেলাল উদ্দিন কবির, প্যানেল মেয়র-৩ শাহেনা আক্তার পাখি, কাউন্সিলর আক্তার কামাল আজাদ, মিজানুর রহমান, দিদারুল ইসলাম রুবেল, সাহাব উদ্দিন সিকদার, ওমর ছিদ্দিক লালু, রাজ বিহারী দাশ, সালাউদ্দিন সেতু, নুর মোহাম্মদ মাঝু, সংরক্ষিত আসনের কাউন্সিলর ইয়াছমিন আক্তার, জাহেদা আক্তার, নাছিমা আক্তার, পৌরসভার সচিব রাছেল চৌধুরী, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নুরুল আলম, সিনিয়র সহকারী প্রকৌশলী সিরাজুল কালাম বাবুল, হিসাবরক্ষণ কর্মকর্তা জয়নাল আবেদীন চৌধুরী, মেয়র পিএ রূপনাথ চৌধুরী ও প্রশাসনিক কর্মকর্তা খোরশেদ আলম। এসময় জাতীয় পর্যায়ের এই খেলায় সাফল্য বয়ে আনার জন্য খেলোয়াড়, কাউন্সিলর ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের প্রতি অভিনন্দন বার্তায় কৃতজ্ঞতা জানান মেয়র মুজিবুর রহমান।