আবুল কালাম, চট্টগ্রাম :

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের পরিচ্চন্নকর্মীর জুতার ভিতর থেকে তল্লাশি করে ৩৬ টি স্বর্ণের বার উদ্ধার করেছে । যার বাজার মুল্য প্রায় দুই কোটি টাকা।
পরিচ্ছন্নকর্মীর নাম মোহাম্মদ ইলিয়াসের (৩০)

বুধবার (২ অক্টোবর) সকাল ১১টায় ‘ফ্লাই দুবাই’ এর একটি ফ্লাইটে আসা সোনার বারগুলো পার করে দেওয়ার সময় কাস্টমসের শুল্ক ও গোয়েন্দা বিভাগ তাকে আটক করে।

কাস্টমস সূত্রে জানা যায়, দুবাই থেকে আসা ‘ফ্লাই দুবাই’ এর এক যাত্রীর নিয়ে আসা এসব সোনার বার বিমানবন্দরের কাস্টমস পার করার দায়িত্ব নেন ইলিয়াস।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার দেহ তল্লাশি করে সোনার বারগুলো উদ্ধার করা হয়।

চট্টগ্রাম বিমানবন্দেরের কর্মরত কাস্টমস এর উপ-কমিশনার মো. রিয়াদুল ইসলাম বলেন, ‘পরিচ্ছনতাকর্মী ইলিয়াসের পরনের জুতার নিচে স্বর্ণের বারগুলো নিয়ে কাস্টমস পার হওয়ার চেষ্টা করেন।

আগে থেকে পাওয়া গোপন তথ্যের ভিত্তিতে তার দেহ তল্লাশি করা হয়। এসময় তার জুতার নিচে স্বর্ণের ৩৬টি বার পাওয়া যায়। বারগুলোর ওজন ৪ কেজি ২২৫ গ্রাম।

এর অনুমানিক বাজার মূল্য প্রায় দুই কোটি টাকা। ইলিয়াসকে আটক করে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।