ডেস্ক নিউজ:
দেশের প্রথম বাংলা ডিজিটাল টেলিভিশন চ্যানেল আই ২১ বছরে পদার্পণ করেছে। এ টেলিভিশন টির প্রতিষ্ঠা বার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয় পর্যটন নগরী কক্সবাজারে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দু’দিনব্যাপী কর্মসূচির সমাপনী দিনে র‍্যালী ও কেক কাটা উৎসব উদযাপন করাহয়। কক্সবাজার শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমার চ্যানেল আই দর্শক ফোরাম কক্সবাজার এর ব্যানারে বের করা হয় বর্ণাঢ্য র‍্যালী। এ র‍্যালী’র যৌথভাবে উদ্বোধন করেন, কক্সবাজারের জেলা প্রশাসক মোঃকামাল হোসেন ও জেলা পুলিশ সুপার এবি এম মাসুদ হোসেন।
কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হওয়া র‍্যালীটি কক্সবাজার প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। সেখানে কেক কাটার উৎসব এ প্রধান অতিথি ছিলেন, জেলা পুলিশসুপার এ বি এম মাসুদ হোসেন।
কক্সবাজার প্রেসক্লাবে কেক কাটা উৎসবের কয়েক টি পর্বে অতিথি হিসেবে অংশ নেন, কক্সবাজার জেলা পুলিশের যানবাহন শাখার সহকারী পুলিশ সুপার বাবুল বনিক,দৈনিক কালের কন্ঠের বিশেষ প্রতিনিধি,সিনিয়র সাংবাদিক তোফায়েল আহমেদ,সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় নির্বহীকমিটির সদস্য আয়াছুর রহমান,কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুব ুররহমান।
চ্যানেল আই এর কক্সবাজারস্থ স্টাফ রিপোর্টার সরওয়ার আজম মানিক এর সঞ্চালনায় কর্মসূচি গুলোতে উপস্থিত ছিলেন,কক্সবাজার গ্রাম ডাক্তার সমিতির সভাপতি ডাক্তার চন্দন, কক্সবাজার প্রেসক্লাবের সহ-সভাপতি মমতাজউদ্দীন বাহারি,দৈনিক জনকণ্ঠ এর স্টাফ রিপোর্টার এইচ এম এরশাদ,এন টিভির কক্সবাজার প্রতিনিধি ইকরাম চৌধুরী টিপু,সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাধারণ সম্পাদক হাসানুর রশীদ, কক্সবাজার পৌরসভার কর্মকর্তা খোরশেদ আলম,বাংলাভিশন এর কক্সবাজার এর স্টাফ রিপোর্টার মোর্শেদুররহমান খোকন, বার্তা সংস্থা ইউএনবি প্রতিনিধি দীপক শর্মা দিপু, মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি জয়নাল আবেদীন,দৈনিক নিউ নেশন প্রতিনিধি জোনায়েদ আহমেদ, এসএটিভি রকক্সবাজারস্থ স্টাফ রিপোর্টার আহসান সুমন, সময় টেলিভিশনের কক্সবাজারস্থ স্টাফ রিপোর্টার সুজা উদ্দিন রুবেল, দৈনিক সংবাদের কক্সবাজার প্রতিনিধি জসিম উদ্দিন সিদ্দিকী,দৈনিক চট্টগ্রাম মঞ্চ প্রতিনিধি মাহবুবুর রহমান,কক্সবাজার নিউজ ডটকম এর বার্তা সম্পাদক শাহেদ মিজান, অনলাইনএক্টিভিস্ট এইচ এমনজরুল ইলাম,বার্তা ২৪ এর কক্সবাজার স্টাফ রিপোর্টার মুহিব্বুল্লহ মুহিব, দৈনিক হিমছডরি সৈয়দ আলম, সাইফুল, মিজান, সোহেল প্রমুখ।
এর আগে অনুষ্ঠানের প্রথম দিন বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করে আমার চ্যানেল আই দর্শক ফোরাম কক্সবাজার।
এ বৃক্ষরোপণ কর্মসূচিতে অতিথি ছিলেন ,কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল হোসাইন।