প্রেস বিজ্ঞপ্তি :

কক্সবাজার সদর থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় অভিযুক্ত ০৯ জনকে আটক করেছে। গত ২৯ সেপ্টেম্বর সকাল হতে ৩০ সেপ্টেম্বর সকাল পর্যন্ত অফিসার ইনচার্জ  মোঃ ফরিদ উদ্দিন খন্দকার (পিপিএম) পুলিশ পরিদর্শ (তদন্ত)  মোঃ খায়রুজ্জামান, পুলিশ পরিদর্শক (ইন্টিলিজেন্স) মোহাম্মদ আরিফ ইকবাল, এসআই রাশেদুল করিব, এসআই আবু বক্কর ছিদ্দিক, এসআই স্বপন কুমার ভৌমিক, এএসআই বাবলু, এএসআই সঞ্জয়, এএসআই আশিক হায়দার বাকি, সঙ্গীয় ফোর্স এবং ঈদগাঁও তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ আসাদুজ্জামান খান সহ কক্সবাজার সদর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ০৯ জন আসামীকে গ্রেফতার করেন কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।

নিয়মিত মামলা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীরা হলেন

১ । মোঃ আনসার প্রঃ আনিছু, পিতা- নুরুল ইসলাম, পশ্চিম লার পাড়া, ইসলামাবাদ, ০১ নং ওয়ার্ড, ঝিলংজা ইউপি, , থানা ও জেলা- কক্সবাজার।

২। নুরুল ইসলাম, পিতা- আহমদ, সাং- দক্ষিণ জানার ঘোনা, ৩ নং ওয়ার্ড, ঝিলংজা ইউপি, , থানা ও জেলা- কক্সবাজার।

৩। মোঃ নুরুল হক, পিতা- নুরুল আবছার, সাং- পশ্চিম লারপাড়া, ইসলামাবাদ, ঝিলংজা ইউপি, , থানা ও জেলা- কক্সবাজার।

৪। মোঃ নুরুল ইসলাম, পিতা- মৃত নুর আহমদ, সাং- হলইদা শিয়া, বাইশারী ইউপি, থানা- নাইক্ষ্যংছড়ি, জেলা- বান্দরবান।

৫। মোঃ নেজাম উদ্দিন, পিতা- মৃত জয়নাল আবেদীন, সাং- চন্দ্রিমা মাঠ, কলাতলী, থানা ও জেলা- কক্সবাজার।

৬। মোঃ রফিকুল ইসলাম প্রঃ রফিক, পিতা- মোঃ সোনা আলী, সাং- জাদিমুরা, হ্নীলা ইউপি, থানা ও জেলা- কক্সবাজার।

৭। মোঃ ফজল করিম, পিতা- মৃত সৈয়দ আহমদ, সাং- দক্ষিণ ডিককুল, ঝিলংজা, থানা ও জেলা- কক্সবাজার।

ওয়ারেন্ট সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীরা হলেন ঃ-

১। সাজেদা বেগম, পিতা- আব্দুর রশিদ, সাং- ইসলামাবাদ, কক্সবাজার পৌরসভা, থানা ও জেলা- কক্সবাজার।

২। মোহাম্মদ নাছির উদ্দিন, পিতা- মোঃ রফিক উদ্দিন, সাং- টেকপাড়া কালুর দোকান, ৪ নং ওয়ার্ড, থানা ও জেলা- কক্সবাজার।

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ  মোঃ ফরিদ উদ্দিন খন্দকার (পিপিএম) তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন বিভিন্ন মামলায় গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাহাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।