জাহাঙ্গীর আলম কাজল, নাইক্ষ্যংছড়িঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ইজিলোডের বাকী মাত্র ৫০ টাকার জন্য কলেজ ছাত্রকে ছুরিকাঘাতে আহত করা হয়েছে বলে জানা গেছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের আদর্শ গ্রামের ফ্লেক্সি লোডের দোকানদার খাইরুল আমিন ঘটনাটি ঘটিয়েছে।
আহত নুর মোহাম্মদ হাজী এম এ কালাম ডিগ্রী কলেজের ১ম বর্ষের ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বেলা ১২টার দিকে ছাত্র নুর মোহাম্মদ দোকানে মোবাইলে টাকা লোড করতে গেলে, লোড না দিয়ে পূর্বের বাকেয়া ৫০ টাকা পরিশোধ করতে বলে দোকানদার খাইরুল আমিন। এ নিয়ে দুজনের মধ্যে তর্কাতর্কির এক পর্যায়ে নুর মোহাম্মদকে এলোপাতাড়ী মারধর, তাতেও স্বাদ মেটায় ছুরিকাঘাত করে। স্থানীয়রা নূর মোহাম্মদকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
বকেয়া টাকা পরিশোধের কথা বললেও ছুরিকাঘাত করা হয় বলে জানান আহত নুর মোহাম্মদ।
দোকানদার খাইরুল আমিনের মুঠোফোনে বন্ধ থাকায় তার বক্তব্য সংগ্রহ করা সম্ভব হয়নি।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ওসি আনোয়ার হোসেন জানান, মোবাইল লোডের বাকী টাকার জন্য মূলত এ ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত কেউ কোন ধরনের অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।