আলাউদ্দিন, লোহাগাড়া :

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ফয়েজ শফি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে টংকাবতী খেলাঘর আসরের উদ্যেগে শিশুদের নিয়ে ’না’ কর্মসূচীর উদ্বোধন করা হয়।

৩০ সেপ্টেম্বর (সোমবার) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত নির্বাহী হাকিম এ জেড এম শরীফ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌছিফ আহমেদ। সভায় বক্তারা , শিশুদের নিয়ে খেলাঘরের ১০টি না কর্মসূচী নিয়ে আলোচনা করেন। শিশুদের লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক বিকাশের ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রায় ৩৫টি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচী চলবে। সভায় স্থানীয় উপজেলা প্রশাসন টংকাবতী খেলাঘর আসরের এ উদ্যেগ সফল করার জন্য সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

লোহাগাড়া টংকাবতী খেলাঘর আসরের আহবায়ক পুষ্পেন চৌধুরীর সভাপতিত্বে এতে অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন দেবাশীষ আচার্য্য , মো. রাসেল , নুরুল আলম মিন্টু চৌধুরী , দেবপ্রসাদ বড়ুয়া প্রমুখ।