সোয়েব সাঈদ, রামু:

একুশে পদকপ্রাপ্ত বৌদ্ধ ধর্মীয় গুরু পন্ডিত সত্যপ্রিয় মহাথের শারীরিক খোঁজ নিয়েছেন, বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপসংঘরাজ, রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারের অধ্যক্ষ মন্ডিত সত্যপ্রিয় মহাথের’র অসুস্থতা খবর নিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যান বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী  ওবায়দুল কাদের এমপি।

এ সময় তিনি অসুস্থ বৌদ্ধ ধর্মীয় গুরুর শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। সুস্থতার জন্য প্রার্থনা করেন এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসুস্থ পন্ডিত সত্যপ্রিয় মহাথের’র চিকিৎসার খোঁজ-খবর রাখছেন বলেও প্রবীণ এ বৌদ্ধ ভিক্ষুকে জানান মন্ত্রী ওবায়দুল কাদের।

এ সময় বাংলাদেশ আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ও মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উপার্চায প্রফেসর ডা. কনক কান্তি বডুয়া, পন্ডিত সত্যপ্রিয় মহাথের’র শিষ্য বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয় উপস্থিত ছিলেন।

গত ১৫ সেপ্টেম্বর বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপসংঘরাজ, রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারের অধ্যক্ষ মন্ডিত সত্যপ্রিয় মহাথেরকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্ত্তি করা হয়। প্রবীণ এ বৌদ্ধ ধর্মীয় গুরু ২০১৫ সালে সমাজসেবায় একুশে পদক পান।