সংবাদ বিজ্ঞপ্তি:

কক্সবাজার জেলার উখিয়া উপজেলায় দুইটি শিশুসহ বৌদ্ধ সম্প্রদায়ের চারজনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং খুনীদের চিহ্নিতপূর্বক দ্রুত গ্রেপ্তারের দাবীতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কক্সবাজার জেলা কমিটির উদ্যোগে ককসবাজার পৌরসভা চত্বরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২৮ সেপ্টেম্বর শনিবার বিকাল চারটায় আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা ঐক্য পরিষদের সাধারন সম্পাদক অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন। বক্তৃতা করেন সাবেক সাংসদ এ্যাথিন রাখাইন, বৌদ্ধ ধর্মীয় কল্যান ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুপ্ত ভুষন বড়ুয়া, ট্রাস্টি ডালিম বড়ুয়া ও দীপংকর বড়ুয়া পিন্টু,জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি রনজিত দাশ,ঐক্য পরিষদের সহ-সভাপতি উদয় শংকর পাল মিঠু, জেলা আদিবাসী ফোরামের সাধারন সম্পাদক মংথেলা,ডা.চন্দন কান্তি দাশ,বংকিম বড়ুয়া,বাবুল বড়ুয়া,এড.স্বপন কান্তি দাশ,মৃদু বড়ুয়া, জেমসেন বড়ুয়া প্রমুখ।

এসময় সংহতি প্রকাশ করেন,জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবুল শর্মা,সহর পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক দাশ,পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি বেন্টু দাশ,জেলা জন্মাষ্টমীর সাধারণ সম্পাদক বিশ্বজিত পাল বিশু,শারদীয় প্রকাশনা পরিষদের সম্পাদক চঞ্চল দাশগুপ্ত, রিষি কোষাই চেয়ারম্যান বাবুল বড়ুয়া,হিন্দু মহাজোটের আহব্বায়ক বাবুল তালুকদার,সদর ঐক্য পরিষদের সহসভাপতি বলরাম দাশ,সা: সম্পাদক অজয় আচার্য্য,বৌদ্ধ যুব পরিষদের সিনিয়র সহ-সভাপতি সোহেল বড়ুয়া,বুড্ডিষ্ট ফেডারেশনের সা: সম্পাদক বংকিম বড়ুয়া,ছাত্র ঐক্যের আহব্বায়ক সজল দাশ,ঐক্য পরিষদের পৌর সভাপতি কিশোর বড়ুয়া,সা:সম্পাদক সাগর পাল,ঐক্য পরিষদের চকরিয়া সা: সম্পাদক সৌরভ দাশ প্রমুখ।