মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

ভেরিফিকেশনের নামে কোন পুলিশ সদস্য বা কথিত সোর্স কোন টাকা চাইলে সাথে সাথে আমাকে ফোন দেবেন। টাকা চাওয়া উক্ত অসাধু পুলিশ সদস্য বা তথাকথিত সোর্স যতই ক্ষমতাধর হউক তাকে কঠোর আইনের আওতায় আনা হবে ইনশাল্লাহ। চকরিয়া উপজেলা কমিউনিটি পুলিশিং ও চকরিয়া থানার যৌথ উদ্যোগে বৃহস্পতিবার ২৬ সেপ্টেম্বর বিকেলে চকরিয়া থানা চত্বরে অনুষ্ঠিত এক সূধী সমাবেশে কক্সবাজারের স্বনামধন্য পুলিশ সুপার এ.বি.এম মাসুদ হোসেন বিপিএম প্রধান বক্তার বক্তব্যে উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে একথা বলেন।

গত ১৭ সেপ্টেম্বর এ.বি.এম মাসুদ হোসেন বিপিএম পুলিশ সুপার হিসাবে কক্সবাজারে যোগদানের এক বছর পূর্তি হয়। সে উপলক্ষে কক্সবাজারের প্রথম অনলাইন নিউজ পোর্টাল সিবিএন (কক্সবাজার নিউজ ডটকম) ১৮ সেপ্টেম্বর “দুঃসাহসিক অভিযাত্রায় সফল এক নায়কের নাম এসপি মাসুদ” শিরোনামে কক্সবাজার জেলা পুলিশের বিগত এক বছরে সম্পাদিত কাজ, অর্জন সহ বিভিন্ন কার্যক্রমের সংক্ষিপ্ত চিত্র প্রতিবেদন আকারে তুলে ধরা হয়। সে প্রতিবেদনটি ভার্চুয়াল জগতে ভাইরাল হয়ে যায়। বৃহস্পতিবার ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত উক্ত সূধী সমাবেশে সিবিএন-এর উক্ত প্রতিবেদনের শিরোনামের মতো নামকরণ করে পুলিশ সুপার এ.বি.এম মাসুদ হোসেন বিপিএম কে “দুঃসাহসিক অভিযাত্রায় সফল নায়ক” উপাধি দিয়ে আনুষ্ঠানিকভাবে সম্মাননা ক্রেষ্ট দেয়া হয়।

চকরিয়া সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার কাজী মোঃ মতিউল ইসলামের সভাপতিত্বে চকরিয়া উপজেলা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম লিটু’র সঞ্চালনায় অনুষ্ঠিত সূধী সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম। সূধী সমাবেশে চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, চকরিয়া কলেজের অধ্যক্ষ এ.কে.এম গিয়াস উদ্দিন, চকরিয়া মডেল থানার ওসি মোহাম্মদ হাবিবুর রহমান, চকরিয়া আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট লুৎফুল কবির, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, কমিউনিটি পুলিশিং চকরিয়া উপজেলার সভাপতি আজিমুল হক আজিম প্রমুখ বক্তব্য রাখেন।