আলমগীর মানিক, রাঙামাটি:

রাঙামাটির বাঘাইছড়ির জীপতলিতে উপজাতীয় দুই আঞ্চলিকদলের সন্ত্রাসীদের মধ্যে গুলি বিনিময় চলছে। বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া সাতটা থেকে বাঘাইছড়ি উপজেলাধীন বাঘাইছড়ি ইউনিয়নের জীপতলীস্থ মেজর আখতারুজ্জামান ব্রীজ সংলগ্ন এলাকায় ঘটনার সূত্রপাত হয়। সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস ও সংস্কারপন্থী এমএন লারমাপন্থী জেএসএস এর মধ্যে এই গুলিবিনিময় হচ্ছে বলে নিরাপত্তা বাহিনী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে।

স্থানীয়রা জানিয়েছে, আধা ঘন্টা সময়ের মধ্যেই অন্তত দুই শতাধিক রাউন্ড গুলিবিনিময় করেছে সন্ত্রাসীরা। সন্ধ্যা পৌনে আটটা পর্যন্ত প্রাপ্ত সর্বশেষ তথ্যানুসারে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

থানার অফিসার ইনচার্জ ওসি এমএ মনজুর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, এখনো পর্যন্ত উভয় পক্ষের মাঝে গুলি বিনিময় চলছে। এদিকে ঘটনার পরপরই মারিশ্যা বিজিবি জোন থেকে কয়েক জীপ বিজিবি সদস্য ঘটনাস্থলে রওয়ানা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে।