প্রেস বিজ্ঞপ্তিঃ
গত ০১ সেপ্টেম্বর ২০১৯ইং পরিষদের অস্থায়ী কার্যালয়ে সামাজিক, অরাজনৈতিক ও ক্রীড়া সংগঠন ” বৃহত্তর ৯নং ওয়ার্ড ছাত্র-যুব ঐক্য পরিষদ” এর ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরি কমিটি গঠিত হয়। পরিষদের স্থায়ী কমিটির সদস্যদের মতামতের ভিত্তিতে সভাপতি নির্বাচিত হন জমির হোসেন, সিনিয়র সহ-সভাপতি- মোঃ তারেক অাজিজ, সহ সভাপতি- যথাক্রমে নুরুল অাবছার, এড. জহিরুল ইসলাম, রাজিব দাশ সানোয়ার হোসেন সৈকত, সাধারণ সম্পাদক- রায়হান বেলায়েত, যুগ্ম সাধারণ সম্পাদক- সমীর দাশ, অাবুল কাশেম রায়হান, সাংগঠনিক সম্পাদক- জাকির হোসেন নয়ন, রায়হান ছিদ্দিকী, অর্থ সম্পাদক- মিঠুন হরিজন, উপ অর্থ সম্পাদক- রেজাউল করিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক- সাইফুল ইসলাম, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক- সাইদুর রহমান শিমুল, দপ্তর সম্পাদক- মামুনুর রশীদ, উপ দপ্তর সম্পাদক-রবিউল হাসান সাকিব, সমাজ কল্যাণ সম্পাদক- অানোয়ার হোসেন, উপ- সমাজ কল্যাণ সম্পাদক- জয় বিশ্বাস, অাপ্যায়ন সম্পাদক- রফিকুল হাসান রিয়াদ, উপ অাপ্যায়ন সম্পাদক- রইয়ান বেলায়েত, ইয়াছিন অারাফাত, অাইন বিষয়ক সম্পাদক- হোসাইন মাহমুদ মোশাররফ, উপ অাইন বিষয়ক সম্পাদক- ইমরান হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক- পলাশ দাশ, উপ শিক্ষা বিষয়ক সম্পাদক- মুবিনুর রশিদ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক- রফিকুল ইসলাম, উপ সংস্কৃতি বিষয়ক সম্পাদক- খোকা দাশ, ক্রীড়া সম্পাদক- সাইদ অানোয়ার, উপ ক্রীড়া সম্পাদক- লিটন হরিজন, তথ্য ও গবেষণা সম্পাদক- সাইফুল হাসান সেকুল, উপ-তথ্য ও গবেষণা সম্পাদক-অারফাত, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক-অাব্দুল্লাহ অাল অামিন রাকিব, উপ-বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক-সাইফুল ইসলাম, সাহিত্য ও গ্রন্থগার সম্পাদক- মোঃ কাইসার, উপ-সাহিত্য ও গ্রন্থগার সম্পাদক- সাইদুল অামিন সাঈদ, ধর্ম বিষয়ক সম্পাদক- ইমাম হোসেন, উপ-ধর্ম বিষয়ক সম্পাদক-মুন্না দাশ অপু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক- রফিকুল ইসলাম, উপ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক-সরওয়ার ইসলাম জুয়েল, ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক- মো জিসান, উপ-ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক- মোঃ ইসমাইল, নির্বাহী সদস্য যথাক্রমে- হাবিবুর রহমান, দেলোয়ার হোসেন, সেলিম তালুকদার, রমিজুর রহমান, অাব্দুস সবুর, ছৈয়দ মিয়া, নুরুল অামিন, ছৈয়দ অালম, মোঃ জসিমউদদীন, মোঃ ইদ্রিস, শরীফ অাহমদ, অাশিকুর রহমান জাহাঙ্গীর, অাব্দুল কাদের সিদ্দিক, মোঃ রিদোয়ান, দিল মোহাম্মদ, জাওয়াদ ইজাজ কাইফ, মোঃ তারেক হোসেন, নুরুল হক, মোঃ ফরহাদ, মারুফ বিন হাফেজ, অাসিফুর রহমান, সারওয়ার কামাল, সালমান নাইম, মোঃ রাসেল, রায়হান হাসান, মোঃ ইউনুস, রিফাত কামাল, মোঃ অাব্দুল্লাহ, মোঃ হৃদয়, মোঃ ইসমাইল, সুনীল দাশ কানু, রানা দাশ, প্রসেনজিৎ ধর, সুজন দে, মুন্না দাশ, কেশব দাশ, প্রেম হরিজন, সৃজান দাশ, বাবুল দাশ, বাবু দাশ, অাবুল কালাম, মোঃ হাসান, অারিফুল ইসলাম, কামরুল হাসান, তাজুল ইসলাম, অাব্দুল্লাহ খান, রায়হান, রুহুল আমিন, এনামুল হাসান মনি, মোঃ হোসেন, মোঃ নাছির, সাইমন, জাহেদুল ইসলাম, মোঃ হোসেন, সাদ্দাম হোসেন, হেলাল উদ্দিন, জাফর অালম আরিফুর রহমান।

উল্লেখ্য যে, গত ২৬/০৭/২০১৮ ইং তারিখ বৃহত্তর ৯নং ওয়ার্ডের ছাত্র ও যুব সমাজকে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক হত বাঁচিয়ে রাখাসহ বিভিন্ন পদক্ষেপ নিয়ে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন হতে সংগঠমটি একাধিক বড় বড় কর্মসূচী পালন করে এলাকার উন্নয়নে ভুমিকা পালন করে এসছে।