মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) রোহিঙ্গা শরনার্থী প্রত্যাবাসন সহ এ সংকট সমাধানে সবসময় বাংলাদেশ সরকারের পাশে থাকবে। বুধবার ২৫ সেপ্টেম্বর সকালে ইউরোপীয় ইউনিয়নের ৪ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধিদল কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেনের সাথে তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে একথা বলেন। বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন জটিলতা নিরসন, রোহিঙ্গা শরনার্থী আগমনের কারণে ক্ষতিগ্রস্ত হোস্ট কমিউনিটির পূণর্বাসন, কক্সবাজারের মেগা উন্নয়ন প্রকল্প সমুহ বাস্তবায়নসহ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয় বলে জেলা প্রশাসনের নির্ভরযোগ্য সুত্র সিবিএন-কে নিশ্চিত করেছেন।