আবুল কালাম, চট্টগ্রাম:

নগরীর আকবরশাহ্ থানা এলাকার উত্তর কাট্রলী থেকে অভিযান চালিয়ে ১৩ হাজার ইয়াবাসহ মোশারফ হোসেন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭।

শনিবার (২১ সেপ্টেম্বর) সকালের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উত্তর কাট্টলী থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মোশারফ হোসেনের বাডি পটুয়াখালীর বাউফল থানার বিল বিশাল গ্রামের আব্দুল রবের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে কয়েকজন মাদক ব্যবসায়ী চট্টগ্রাম থেকে একটি প্রাইভেটকারযোগে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে ঢাকার দিকে যাচ্ছে। এরপর র‌্যাব-৭ এর একটি দল আকবরশাহ্ থানাধীন উত্তর কাট্টলী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ি থামিয়ে তল্লাশি শুরু করে।

এ সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকারের গতিবিধি সন্দেহজনক মনে হলে র‌্যাব সদস্যরা প্রাইভেটকারটি থামানোর সংকেত দিলে ড্রাইভার প্রাইভেটকারটি চেকপোস্টের সামনে থামিয়ে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় র‌্যাব সদস্যরা ধাওয়া করে মাদক ব্যবসায়ী মোশারফ হোসেনকে আটক করে।

পরে মোশারফের দেওয়া তথ্যের ভিত্তিতে গাড়ির ভেতর লুকানো ১৩ হাজার ৯২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও (চট্ট-মেট্রো-ক-০২-২২৭২) জব্দ করা হয় ,বলেন মাশকুর রহমান।

আটক ইয়াবা ব্যবসায়ী মোশারফকে আকবরশাহ্ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।