ঢাকা সংবাদদাতাঃ

পবিত্র কুরআনের হাফেজদের কল্যাণে প্রতিষ্ঠিত সংগঠন হুফফাজুল কুরআন সংস্থা বাংলাদেশ- এর কেন্দ্রীয় কাউন্সিল সম্পন্ন হয়েছে।
শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে ঢাকার যাত্রাবাড়ী মাদ্রাসাতুল কুরআন আল ইসলামিয়ায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিশরে কুরআনের তেলাওয়াতের উপর অধ্যয়নরত ক্বারি ইলিয়াস লাহোরী।
কক্সবাজার দারুল আরকামের প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা ইউনুস ফারাজীর সঞ্চালনায় কাউন্সিলের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন ক্বারী সাইফুল্লাহ কাসেমী, তাওহীদ বিন আলী লাহোরী, ক্বারী শহীদুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিডিয়া ব্যাক্তিত্ব, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ড. গোলাম রব্বানী।
বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট মুফাসসিরে কুরআন মাওলানা ইলিয়াসুর রহমান জিহাদী।
শুভেচ্ছা বক্তব্য রাখেন মাওলানা ক্বারি ইউনুস ফারাজী।
আরো বক্তব্য রাখেন- মাওলানা সুলতান মাহমুদ, মুফতি জামাল উদ্দিন, মুফতি শিহাব উদ্দিন, মাওলানা আবদুল আওয়াল ও মুফতি আবদুল কাইয়ুম মোল্লাহ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, কুরআনের প্রতি এদেশের মানুষের ভালবাসা দুর্নিবার। কিন্তু কুরআনকে সহি শুদ্ধভাবে অনেকেই পড়তে পারেননা। দেশের বাইরে গিয়ে এদেশের সন্তানেরা হিফজুল কুরআনের উপর প্রতিযোগিতায় বিজয় অর্জন করলেও এদেশে তাদের যথার্থ সম্মান করা হয়না৷ এসব সমস্যাকে সমাধানের জন্যই এই সংস্থার আবির্ভাব। বাংলাদেশে আন্তর্জাতিক মানের কুরআনের প্রতিযোগিতা অনুষ্ঠান করা সময়ের দাবী।
হুফফাজুল কুরআন সংস্থার প্রথম বারের মতো জাতীয় কাউন্সিলের মাধ্যমে ৫১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন করা হয়।
নবগঠিত নির্বাহী পরিষদের কমিটি নিম্নরূপ-
সভাপতি- শাইখ ইলিয়াস লাহোরী, সহ সভাপতি যথাক্রমে মুফতি কামাল উদ্দিন শিহাব, মাওলানা রুহুল আমিন সাদী, মুফতি সুলতান মাহমুদ, হাফেজ মাওলানা ইলিয়াসুর রহমান জিহাদী, মুফতি জামাল উদ্দিন মঈনী, মাওলানা ওমর ফারুক যুক্তিবাদী, মাওলানা আবু ইউসুফ, মাওলানা মাহবুব মান্নান, মাওলানা নুরুল কাদের, মাওলানা আবদুল আওয়াল, মাওলানা কামরুল হাসান, মাওলানা মোশাররফ হোসাইন মাহমুদ, মাওলানা শাইখুল ইসলাম আশরাফী, মাওলানা আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা ইউনুস ফরাজী, যুগ্ম সাধারণ সম্পাদক যথাক্রমে ও মাওলানা তাওহীদ বিন আলী লাহোরী, ক্বারী শহীদুল ইসলাম, ক্বারী সাইফুল ইসলাম আল হুসাইনী ও মাওলানা ওবায়দুল্লাহ মাসরুর, সাংগাঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ মুরাদ হুসাইন ও হাফেজ ক্বারী শামসুল ইসলাম, অর্থ সম্পাদক যথাক্রমে মুফতি আবদুল কাইয়ুম, মাওলানা নুরুল্লাহও মাওলানা শাখাওয়াত, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা ক্বারী মনজুর আলম ফরাজী, হাফেজ ক্বারী ফয়সাল, দপ্তর সম্পাদক হাফেজ মাওলানা ওমর ফারুক, হাফেজ ক্বারী খালেদ সাইফুল্লাহ জারির, প্রশিক্ষন সম্পাদক হাফেজ মাওলানা শফিকুল ইসলাম, হাফেজ ক্বারী ইুদ্রিস আলী, মাওলানা ক্বারী সাইফুল্লাহ কাসেমী, মাওলানা মাসুদ আহমদ, মাওলানা কাওসার আহম্মদ নুরী, মাওলানা গোলাম কিবরিয়া, তথ্য ও গবেষণা সম্পাদক মাওলানা জিয়াউল হক, মাওলানা মনিরুল ইসলাম, সহকারী তথ্য ও গবেষণা সম্পাদক হাফেজ মাওলানা জামসেদ, দাওয়া বিষয়ক সম্পাদক মুফতি মনিরুজ্জামান মাহমুদী, সহকারী দাওয়া বিষয়ক সম্পাদক মাওলানা হাবীবুর রহমান মিসবাহ, সমাজ কল্যাণ সম্পাদক হাফেজ ক্বারী বেলাল হোসাইন, সহকারী সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা ওমর ফারুক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা আবু তৈয়ব, মুফতি হাদিউজ্জামান, মুফতি জয়নাল আবদীন।
এছাড়া কার্য নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন- মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা নাজির আহমদ, মাওলানা জাফর আহমদ, মাওলানা এনামুল হক ও মাওলানা সালাউদ্দিন