cbn  

ইউএই প্রতিনিধিঃ
বঙ্গবন্ধুকে হত্যার পেছনে যারা মদতদাতা তাদের অনেকেই এখনো চিহ্নিত হয় নি, তারা বিভিন্ন ষড়যন্ত্রে তৎপর বলে জানালেন বাংলাদেশের  ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট শেখ মোঃ আবদুল্লাহ। বঙ্গবন্ধু ফাউন্ডেশন ইউ এ ই এর কেন্দ্রিয় কমিটির অভিষেক অনুষ্টানে তিনি এই মন্তব্য করেন।
শহীদুল বাপ্পার সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রিয় কমিটির সমন্বয়ক ও কেন্দ্রিয় সহ-সভাপতি মোঃ মনসুর সবুর।প্রধান আলোচক ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রিয় কমিটির সভাপতি এডভোকেট একে এম দাউয়াদুর রহমান মিনা, বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ড.মো জাফর ইকবাল,লেবার কাউন্সেলর ফাতেমা জাহান,প্রকৌশলী মোয়াজ্জেম ,আবুল বাশার,হাজী সেলিম,নিশাত জাহান,জি এম জাগিরদার,দেলোয়ার, সালাউদ্দীন কাদের বাপ্পি প্রমুখ।
অভিষেক অনুষ্টানে কাউসার নাজকে সভাপতি করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

  •  
  •  
  •  
  •  
  •   
  •  
  •