cbn  

আনোয়ার হোছাইন, ঈদগাঁও :
হাজারো আলেমের ওস্তাদ,ওস্তাজুল আসাতেজা,কক্সবাজার জেলার শীর্ষ আলেমে দ্বীন মওলানা আবদু সমদ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। তিনি জেলা জামায়োতের সেক্রেটারি এড.ফরিদ উদ্দিন ফারুকির পিতা এবং ফুলছড়ি দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মওলানা মনিরুজ্জামান খানের শ্বশুর। তিনি ও তার পরিবার সকলের নিকট দোয়া কামনা করেছেন।

  •  
  •  
  •  
  •  
  •   
  •  
  •