মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার পুরাতন পুলিশ লাইনে নবনির্মিত পুলিশের ক্যান্টিন ও সেলুন সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। সকলে পুলিশের এ ৩টি প্রতিষ্ঠান থেকে নিয়মিত সেবা নিতে পারবে। শুক্রবার ২০ সেপ্টেম্বর কক্সবাজার পুরাতন পুলিশ লাইনে নান্দনিক ও অত্যাধুনিক সাজে নবনির্মিত পুলিশের ক্যন্টিন, সেলুন ও লন্ড্রি উদ্বোধনকালে কক্সবাজারের পুলিশ সুপার এ.বি.এম মাসুদ হোসেন বিপিএম একথা বলেন। তিনি ক্যান্টিন পরিচালনাকারীদের উদ্দেশ্য বলেন-কোন অবস্থাতেই বাসী, পঁচা ও মেয়াদোত্তীর্ণ খাবার তৈরী, পরিবেশন করা যাবেনা। খাবারের সর্বোচ্চ মান বজায় রাখতে হবে, সুলভ মূল্যে বিক্রি করতে হবে। ক্যান্টিন, সেলুন ও লন্ড্রি পরিচালনাকারীদের উদ্দেশ্য আরো বলেন-সব সময় প্রতিষ্ঠান ৩ টিকে পরিচ্ছন্ন রাখা এবং আবর্জনা ও অপ্রয়োজনীয় মালামাল সঠিক স্থানে ফেলতে হবে। যাতে এটা নিয়ে কোন অভিযোগ বা লোকজন দুর্ভোগের শিকার নাহয়। কক্সবাজার জেলা পুলিশের
প্রতিষ্ঠান ৩ টি উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ইকবাল হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) রেজওয়ান আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আদিবুল ইসলাম, ডিআইও-১, কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ ফরিদ উদ্দিন খন্দকার ও ইন্সপেক্টর (তদন্ত) খায়রুজ্জামান, টিআই (প্রশাসন) সহ জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ।