মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

উখিয়াতে বৃহস্পতিবার এনজিও কর্মী মাজহারুল ইসলাম হত্যার অভিযোগে আলাউদ্দিন নামক একজনকে উখিয়া থানা পুলিশ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া আলাউদ্দিন মাজাহারুল ইসলাম হত্যার এজাহারভুক্ত আসামী। বিষয়টি উখিয়া থানা কর্তৃপক্ষ সিবিএন-কে নিশ্চিত করেছেন। উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের ইউনিয়নের পশ্চিম মরিচ্যা গুরাইয়ারদ্বীপ সড়কের চৌরাস্তার মাথায় বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে এনজিও কর্মী, দিনাজপুর জেলার বীরগঞ্জের মাজহারুল ইসলাম ছুরিকাঘাতে খুন হয়। চুরিকাঘাত হয়ে গুরতর আহত অবস্থায় মাজহারুল ইসলাম তাকে আলাউদ্দিন নামক এক ব্যক্তি চুরিকাঘাত করে পালিয়ে যায় বলে স্থানীয় লোকজনকে জানান। পরে মাজহারুল ইসলাম মৃত্যূর কূলে ঢলে পড়ে। শুক্রবার ২০ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে জালিয়াপালং ইউনিয়নের সোনাইছড়ি এলাকার তার খালার বাড়িতে লুকানো অবস্থায় তার মটর সাইকেল সহ আলাউদ্দিনকে উখিয়া থানা পুলিশ গ্রেপ্তার করে। মামলার তদন্তকারী কর্মকর্তা সিবিএন-কে জানান, ধৃত আলাউদ্দিন থেকে মাজহারুল ইসলাম হত্যাকান্ডের তথ্য উপাত্ত বের করার জন্য আদালতে রিমান্ড চাওয়া হবে।