প্রেস বিজ্ঞপ্তি :

কক্সবাজার সদর থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় অভিযুক্ত ২২ জনকে আটক করেছে। গত ১৯ সেপ্টেম্বর সকাল হতে ২০ সেপ্টেম্বর সকাল পর্যন্ত অফিসার ইনচার্জ মোঃ ফরিদ উদ্দিন খন্দকার (পিপিএম) পুলিশ পরিদর্শ (তদন্ত) মোঃ খায়রুজ্জামান, পুলিশ পরিদর্শক (ইন্টিলিজেন্স) মোহাম্মদ আরিফ ইকবাল, এসআই শেখ মোঃ সাইফুল ইসলাম, এসআই দেলোয়ার,এসআই স্বপন কুমার ভৌমিক, এসআই প্রদীপ চন্দ্র দে,এএসআই সাজিদুল ইসলাম,এএসআই আশিখ হায়দার বাকী, মাদকদ্রব্য অধিদপ্তর,এএসআই মহিউদ্দিন,এএসআই টিটু কুমার সাহা, এএসআই বিলাস সরকার, সঙ্গীয় ফোর্স এবং ঈদগাঁও তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ আসাদুজ্জামান খান সহ কক্সবাজার সদর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২২ জন আসামীকে গ্রেফতার করেন কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।

নিয়মিত মামলা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীরা হলেন

১॥ কক্সবাজার সদর মডেল থানার মামলা নং-৬৪(৯)১৯, ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) এর ১০ (ক)/৪০ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী

লিয়াকত মিয়া প্রঃ লিয়াকত,পিতা-ফজর আলী মিয়াজী,সাং-লুদুয়া, ০১ নং ওয়ার্ড, পূর্ব ফতেপুর,থানা- মতলব উত্তর,জেলা-চাঁদপুর।

নাহিদ মোর্শেদ,পিতা-মৃত আশাদ আলী,মাতা-খোদেজা খাতুন,সাং-লুদুয়া,০২ নং ওয়ার্ড,থানা-মতলব উত্তর,জেলা-চাঁদপুর।

২। কক্সবাজার সদর মডেল থানার মামলা নং-০৮(৯)১৯, ধারা-৩৯৯/৪০২ দঃবিঃ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী

মোঃ জয়নাল আবেদীন,পিতা-নুর মোহাম্মদ,সাং-খুরুশখকুল আদর্শ গ্রাম,বর্তমান-কুতুবদিয়া পাড়া,থানা ও জেলা-কক্সবাজার।

মোঃ সালাম,পিতা-মৃত মোহাম্মদ আলী, মাতা-লায়লা বেগম,সাং-পশ্চিম লাহারপাড়া, থানা ও জেলা-কক্সবাজার।

৩। কক্সবাজার সদর মডেল থানার মামলা নং-৩০(৯)১৯, ধারা-৩৯৯/৪০২ দঃবিঃ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী

মোঃ মুছা,পিতা-মোঃ শফি,মাতা-লায়লা বেগম,সাং-দক্ষিন হাজী পাড়া, ঝিলংজা,থানা ও জেলা-কক্সবাজার।

৪। কক্সবাজার সদর মডেল থানার নন এফআইআর নং-৩৮০/১৯, ধারা-পুলিশ আইনের ৩৪(৬) ধারা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী।

মোঃ রাসেল,পিতা-মৃত নুরুল ইসলাম,সাং-খামার পাড়া,০২ নং ওয়ার্ড,পোকখালী, থানা ও জেলা-কক্সবাজার।

৫। কক্সবাজার সদর মডেল থানার নন এফআইআর নং-৩৮১/১৯, ধারা-পুলিশ আইনের ৩৪(৬) ধারা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী।

মোঃ জসিম,পিতা-কবির আহম্মদ,মাতা-জোসনা বেগম,সাং-পূর্ব সোনা উল্ল্যা,থানা-মুরাদনগর,জেলা-কুমিল্লা।বর্তমান- লারপাড়া,থানা ও জেলা-কক্সবাজার।

৬। কক্সবাজার সদর মডেল থানার মামলা নং-৬৩(৯)১৯, ধারা-৩৯৯/৪০২ দঃবিঃ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী

নুরুল ইসলাম,পিতা-নুরুল কবির,মাতা- ফাতেমা বেগম,সাং-বইল্ল্যা পাড়া,বর্তমানে- এসএসম পাড়া, ,থানা ও জেলা-কক্সবাজার।

নুরুল আলম,পিতা-আমির হোসেন,মাতা-শামছুর নাহর, সাং-এসএম পাড়া,থানা ও জেলা-কক্সবাজার।

৭। কক্সবাজার সদর মডেল থানার মামলা নং-৬৬(৯)১৯, ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) এর ১০ (ক)/৪১ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী

মোঃ শাহ আলম,পিতা-করিম উল্লাহ,সাং-লাইট হাউজ পাড়া, বর্তমান-হালিমা পাড়া, থানা ও জেলা-কক্সবাজার।

৮। কক্সবাজার সদর মডেল থানার মামলা নং-৬৬(৯)১৯, ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) এর ১০ (ক)/২৬(১) সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী

ইয়াছমিন আক্তার বিউটি,স্বামী-চচলব রাখাইন,সাং-বড় বাজার,থানা ও জেলা-কক্সবাজার।

ওয়ারেন্ট সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী

১। আব্দুল মাজেদ,পিতা-মৃত শেখ আহমদ,সাং-হাসান ভিলা ৫ম তলা,পুরাতন ম্যালিরিয়া অফিস সড়ক,বার্মিজ মার্কেট, পৌরসভা, থানা ও জেলা-কক্সবাজার।

২। ছৈয়দ হাসান,পিতা-মক্তুল হোসেন,সাং-পশ্চিম ভাদিতলা,মাদ্রাসার উত্তর পাশে,ঈদগাঁও,থানা ও জেলা-কক্সবাজার।

৩। এরশাদুল ইসলাম,পিতা-হাজী মোস্তফা আহম্মদ,সাং-পূর্ব পোকখালী, থানা ও জেলা-কক্সবাজার।

৪। ভুতা মিয়া,পিতা-মোঃ কালু, সাং-পশ্চিম গজালিয়া,ইসলামাবাদ,ঈদগাঁও,থানা ও জেলা-কক্সবাজার।

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদ উদ্দিন খন্দকার (পিপিএম) তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন বিভিন্ন মামলায় গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাহাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।