cbn  

আলাউদ্দিন, লোহাগাড়া :

চট্টগ্রাম রেঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধ পর্যালোচনা সভায় আগষ্ট মাসে সার্বিক কর্ম মূল্যায়নে রেঞ্জের শেষ্ঠ এস আই (উপ -পরিদর্শক) এর পুরস্কার পেয়েছেন লোহাগাড়া থানার এস আই বিকাশ রুদ্র ।

১৯ সেপ্টেম্বর ( বৃহস্পতিবার) সকাল সাড়ে ১১ টায় চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক বিপিএম, পিপিএম বার লোহাগাড়া থানার এস আই বিকাশ রুদ্রের হাতে শ্রেষ্ঠ পুলিশ অফিসার সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি(প্রশাসন) আবুল ফয়েজ, চট্টগ্রাম জেলার পুলিশ সুপার নুরেআলম মিনা , বিপিএম(বার), পিপিএম প্রমুখ।

২০১৮ সালের ১২ নভেম্বর মাসে এস আই বিকাশ রুদ্র লোহাগাড়া থানায় যোগদান করেন। যোগদানের পর তিনি গত ২০ মে ২০১৯ ইং চট্টগ্রাম রেঞ্জের শ্রেষ্ঠ মামলা তদন্তকারী কর্মকর্তা ও গত ১১সেপ্টেম্বর ২০১৯ ইং চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ এস আই হিসাবেও পুরুস্কৃত হন।

২০১৪ সালে এসআই হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন এস আই বিকাশ রুদ্র। যোগদানের পর বান্দরবান পার্বত্য জেলার বান্দরবান সদর থানা ও বান্দরবান জেলা গোয়ান্দা শাখায় কর্মরত ছিলেন।

এস আই বিকাশ রুদ্র জানান, যেকোনো ত্যাগ ও পরিশ্রমের পুরস্কার ও মূল্যায়নই আনন্দদায়ক। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মহোদয়ের আমার কাজের এই মূল্যায়ন আমাকে আরো বেশি কর্মোদ্দিপনা যোগাবে। পুলিশের সুনাম রক্ষা ও আইন শৃঙ্খলা সমুন্নত রাখতে আমি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি ।

চট্টগ্রাম রেঞ্জের কর্তৃক শ্রেষ্ঠ এস আই সম্মাননা অর্জনে তিনি সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ মো: হাসানুজ্জান মোল্যা ও লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) মো: সাইফুল ইসলামসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, এস আই বিকাশ রুদ্রের এই স্বীকৃতি লোহাগাড়া থানার জন্যই সন্মানজনক, তিনি একজন চৌকশ পুলিশ অফিসার। আমি তার উজ্জল ভবিষ্যৎ কামনা করছি।

  •  
  •  
  •  
  •  
  •   
  •  
  •