এ কে এম ইকবাল ফারুক, চকরিয়া:
কৃষিই সমৃদ্ধি এ প্রতিপাদ্যকে সামনে রেখে পেকুয়ায় কৃষক মাঠ দিবস পালিত হয়েছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের বাইন্যা ঘোনা এলাকায় এ কৃষক মাঠ দিবস অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২০১৮-১৯ অর্থ বছরে খরিপ-১ মৌসূমে রাজস্ব খাতের অর্থায়নে রোপা আউশ (ব্রিধান-৪৮) প্রদর্শনীর আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।

পূর্ব মগনামা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল মজিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত কৃষক মাঠ দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তপন কুমার রায়। বিশেষ অতিথি ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা যথাক্রমে ইমাম হোসাইন, শামশুদ্দিন, সৈয়দ আলম ও মিজবাহ উদ্দিন প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে ইউনিয়নের স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গসহ কৃষকগন উপস্থিত ছিলেন।

পরে অনুষ্ঠানের প্রধান অতিথি এলাকার কৃষকদের সাথে কুশল বিনিময়ের পাশাপাশি ইউনিয়নের রোপা আউশ (ব্রিধান-৪৮) প্রদর্শনীর ব্যাপারে খোঁজ খবর নেন। এ সময় তিনি আবাদের ব্যাপারে কৃষকদের কোন সমস্যার সৃষ্টি হলে সাথে সাথে উপসহকারী কৃষি কর্মকর্তাগনের সহায়তা নেয়ারও আহবান জানান।