প্রেস বিজ্ঞপ্তি :

বৌদ্ধ সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্নিমা পালন ও কঠিন চিবর দান অনুষ্ঠানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক কোটি টাকা অনুদান বরাদ্দ দিয়েছেন। যা অন্যান্য বছরের তুলনায় দ্বিগুণ। বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্নিমা পালন ও কঠিন চিবর দান অনুষ্ঠানের জন্য এ বিশাল অংকের অর্থ বরাদ্দ দেয়ায় বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের কক্সবাজার জেলার নির্বাহী সভাপতি এডভোকেট দীপংকর বড়ুয়া পিন্টু প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী, দক্ষিণ চট্টগ্রামের কৃতি সন্তান ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন। এক কৃতজ্ঞতা বার্তায় এডভোকেট দীপংকর বড়ুয়া পিন্টু প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত এক কোটি টাকার অনুদান দিয়ে বৌদ্ধ সম্প্রদায় তাদের দ্বিতীয় ধর্মীয় উৎসব প্রবারণা পূর্নিমা ও কঠিন চিবর দান অনুষ্ঠান অত্যন্ত স্বাচ্ছন্দ্যে ও উৎসবমুখর পরিবেশে পালন করতে পারবেন বলে উল্লেখ করেন।