নিউজ ডেস্ক:
পুলিশ বা কাস্টমস কর্তৃপক্ষের জব্দ করা গাড়ি আদালতের নির্দেশে আয়োজিত নিলামের মাধ্যমে বিক্রি করা হয়। এসব গাড়ি যে কেউ ক্রয় করতে পারেন। তবে নিলামের মাধ্যমে ক্রয় করার পর মোটরসাইকেল রেজিস্ট্রেশনে কিছু প্রক্রিয়া অনুসরণ করতে হয়।

নিলামের মাধ্যমে সর্বোচ্চ দর দাতা হিসেবে সরকারি কোষাগারে টাকা জমা দিয়ে মোটরসাইকেল বা গাড়ি কিনলেও রেজিস্ট্রেশন করতে হয়। অন্যথায় কাগজপত্র না থাকায় বিপত্তিতে পড়তে হবে।

নিলামে ক্রয়কৃত গাড়ির রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা সমূহ

নিলানে কেনা বাইক রেজিস্ট্রেশনে প্রয়োজনীয় কাগজপত্র (যেকোনো অকশন থানা বা কাস্টমস)

১। পেপার কাটিং
২। সি.এস. কপি/তুলনামূলক বিবরণী
৩। সর্বোচ্চ দরপত্র গ্রহণ
৪। বিক্রয় আদেশ
৫। বিআরটিএ মোটরযান পরিদর্শক কর্তৃক সিসি নির্ধারণ
৬। টাকা জমার রশিদ সমূহ
৭। কাস্টমস অফিসারের মন্তব্য
৮। কাস্টমস অফিসারের ছাড়পত্র
৯। কাস্টমস ডেলিভারি অর্ডার
১০। কাস্টমস ডেলিভারি মেমো
১১। কাস্টমস ডেলিভারি ইনভয়েস
১২। নিলাম ক্রেতার অঙ্গিকারনামা
১৩। বিক্রেতার ১৫০ টাকার এফিডেভিট
১৪। ক্রেতার ১৫০ টাকার এফিডেভিট
১৬। টি. ও , টি. টি. ও, বিক্রয় রশিদ
১৭। ক্রেতার টিআইএন সার্টিফিকেট
১৮। মোটরযান পরিদর্শক কর্তৃক গাড়িটি সরেজমিনে পরিদর্শন
১৯। এইচ ফরম পূরণ
২০। পরিচালক (ইঞ্জি.) বিআরটিএ’র অনুমোদন এবং
২১। টাকা জমার রশিদ সমূহ।

এসব কাগজপত্র সংগ্রহ করার পর রেজিস্ট্রেশন করার প্রক্রিয়া শুরু করতে হবে। এরপর সাধারণ বাইক রেজিস্ট্রেশন প্রক্রিয়ার মতোই অন্যান্য ধাপ অনুসরণ করতে হবে।