মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত লি জিমিং ৩ দিনের সফরে রোববার কক্সবাজার আসছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার অনুবিভাগের সহকারী সচিব মোঃ মেহেবুব জামান প্রেরিত এক সফরসূচিতে এ তথ্য জানা গেছে। একই বিষয় কক্সবাজার জেলা প্রশাসনের দায়িত্বশীল একটি সুত্রও সিবিএন-কে নিশ্চিত করেছেন। চীনের রাষ্ট্রদূত লি জিমিং একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। সফরকালে লি জিমিং রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের জিরো লাইন পরিদর্শন করবেন।

সুত্র মতে, চীনের রাষ্ট্রদূত লি জিমিং ও প্রতিনিধিদল আরআরআরসি মোঃ মাহবুব আলম তালুকদার, জেলা প্রশাসনের সাথে রোহিঙ্গা শরনার্থী প্রত্যাবাসনে সৃষ্ঠ জটিলতা, এনজিও এবং আইএনজিও’র কর্মকান্ড সহ সাম্প্রতিক ঘটে যাওয়া বিভিন্ন বিষয়ে নিয়ে বৈঠকে মিলিত হবেন। রোববার ১৫ সেপ্টেম্বর সকাল ৯ টা ৫০ মিনিটে চীনের রাষ্ট্রদূত লি ঝিমিং ও প্রতিনিধিদল বিমানযোগে কক্সবাজার পৌঁছাবেন এবং মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর সকাল ১০ টা ৫ মিনিটে বিমানযোগে কক্সবাজার ত্যাগ করবেন বলে সফরসূচিতে উল্লেখ রয়েছে। পরিদর্শনকালে চীনের রাষ্ট্রদূত লি জিমিং এর সাথে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকতারাও থাকবেন বলে বিশ্বস্থ সুত্র সিবিএন-কে জানিয়েছেন।