রাশিদুল ইসলাম জুয়েল, সিঙ্গাপুর:
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী এন্ড্রু কিশোর। এন্ড্রু কিশোরের সঙ্গে আছেন তার স্ত্রী ও চিকিৎসা সমন্বয়ক চ্যানেল আইয়ের চীফ কোর্ডিনেটর জাহাঙ্গীর সাঈদ।

এন্ড্রু কিশোর গুরুতর অসুস্থ এমন খবর শুক্রবার বিকেল থেকে সোশ্যাল মিডিয়াতে গুজব ছড়ালেও খোঁজ নিয়েছেন আমাদের বাংলাদেশ এর প্রধান সম্পাদক রাশিদুল ইসলাম জুয়েল।

এন্ড্রু কিশোর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সেখানে ডাক্তার ব্লাড পরীক্ষাসহ তার শরীরের বিভিন্ন অর্গান পরীক্ষা-নিরীক্ষা করে দেখেছেন। এড্রিনাল গ্লান্ট (যেখান থেকে হরমন প্রডিউজ হয়) একটু বড় হয়ে গেছে যার ফলে শরীরের ওজন কমাসহ নানা সমস্যা দেখা দিয়েছে।

এদিকে এন্ড্রু কিশোরকে চিকিৎসার জন্য দশ লাখ টাকা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ শিল্পীর হাতে অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী। মুহূর্তেই এমন খবর ও ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ওঠে নেতিবাচক প্রতিক্রিয়ার ঝড়।

এমন সমালোচনার মধ্যেই সোমবার সকাল সাড়ে ৯টার একটি ফ্লাইটে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়েন এন্ড্রু কিশোর।

জনপ্রিয় সংগীতশিল্পী এন্ড্রু কিশোর ও তার স্ত্রী এবং চিকিৎসা সমন্বয়ক চ্যানেল আইয়ের চীফ কোর্ডিনেটর জাহাঙ্গীর সাঈদ দেশবাসীর কাছে সুস্থতা কামনা করে দোয়া চেয়েছেন।