মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার সদর উপজেলা প্রশাসন ও সদর উপজেলা ক্রীড়া সংস্থা কর্তৃক কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে আন্ত: ইউনিয়ন পর্যায়ে অনুষ্ঠিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ঈদগাহ ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়েছে। বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর বালক (অনূর্ধ্ব-১৭)-২০১৯ এর ফাইনাল খেলার ট্রাইব্রেকারে ৪-৩ গোলে ইসলামাবাদ ইউনিয়নকে হারিয়ে ঈদগাহ ইউনিয়ন উপজেলা চ্যাম্পিয়ন হাওয়ার গৌরব অর্জন করে। এর আগে নির্ধারিত সময়ের খেলায় উভয় দল গোল শূন্য ড্র করলে খেলা ট্রাইব্রেকারে গড়ায়। বিষয়টি কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও সদর উপজেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি, কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র হেলাল উদ্দিন কবির সিবিএন-কে নিশ্চিত করেছেন। কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন প্রধান অতিথি হিসাবে বক্তব্য রেখে ফাইনাল খেলা উদ্বোধন করেন। খেলা শেষে কক্সবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল ও সদরের ইউএনও এ.এইচ.এম মাহফুজুর রহমান বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্সআপ দলের মধ্যে ট্রপি বিতরণ করেন। বিজয়ী ঈদগাহ ইউনিয়ন দলের পক্ষে অধিনায়ক হাবিব উল্লাহ ও ঈদগাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছৈয়দ আলম এবং রানার্সআপ ইসলামাবাদ ইউনিয়ন দলের পক্ষে অধিনায়ক আরফাত ও ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর এ ছিদ্দিকী ট্রপি গ্রহন করেন। এসময় কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ বড়ুয়া অপু সহ কক্সবাজার সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।