নুরুল আমিন হেলালী:

৪৮তম জাতীয় স্কুল-মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগীতায় ৩টি ইভেন্টে প্রতিপক্ষকে কাঁদিয়ে সদর উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সদরের স্বনামধন্য বিদ্যাপীঠ ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন। ১১সেপ্টেম্বর দিনব্যাপী অনুষ্টিত সদর উত্তর জোন ও দক্ষিণ জোনের ফাইনাল খেলায় বালিকা হ্যাÐবলে বাইতুশ শরফ জব্বারিয়া একাডেমীকে, বালিকা কাবাডিতে আমেনা খাতুন বালিকা বিদ্যালয়কে এবং বালিকা ফুটবলে বাইতুশ শরফ জব্বারিয়া একাডেমীকে হারিয়ে ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন ৩টি ইভেন্টে হ্যাট্রিক চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সকালে জাতীয় সাঁতার প্রতিযোগীতায় বিভিন্ন ইভেন্টে সর্বমোট ২৬টি মেডেল অর্জন করে ওই স্কুলের শিক্ষার্থীরা। গত ৬-৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত সদর উত্তর জোনের খেলায় ওই ইভেন্টগুলোতে চ্যাম্পিয়ন হয়ে উত্তর ও দক্ষিণ জোনের ফাইনাল খেলায় অংশ নেয়।

খেলা শেষে প্রধান অতিথি সদর উপজেলা চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল এবং সভাপতি সদর উপজেলা নির্বাহী অফিসার এএইচএম মাহফুজুর রহমান বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।

এ সময় অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাম মোহন সেন, কক্সবাজার সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সেলিম উদ্দিন ও সংশ্লিষ্ট বিদ্যালয় সমূহের ক্রীড়া শিক্ষকবৃন্দ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া চর্চায় নিজেদের মনোনিবেশ করতে হবে। সভাপতি তার বক্তব্যে খেলোয়াড়দের ক্রীড়া নৈপূণ্যের ভূয়সী প্রশংসা করেন এবং এ চর্চা অবিরত রাখার আহবান জানান। পাশাপাশি ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন হ্যাট্রিক চ্যাম্পিয়ন হওয়ায় তাদের অভিনন্দন জানান। বিদ্যালয়ের এ অর্জনে খেলোয়াড় ও শিক্ষকদের অভিনন্দন জানিয়েছেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব কামরুল হক চৌধুরী, প্রধান শিক্ষক মুহাম্মদ শহিদুল হক, সহকারী প্রধান শিক্ষক আবচার উদ্দিনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

উল্লেখ্য, ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন ইতোপূবে ১৫ আগস্ট উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায়ও চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিল।