মুহাম্মদ আবু বকর ছিদ্দিক,রামু :
রামু উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭)। রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে খেলায় মুখোমুখি ১-০ গােলে কচ্ছপিয়া ইউনিয়ন ফুটবল দল একাদশকে হারিয়ে ফাইনালে ফতেখাঁরকুল ইউনিয়ন ফুটবল দল। ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল ৩টায় রশিদনগর ইউনিয়ন ফুটবল একাদশ ও ফতেখাঁরকুল ইউনিয়ন ফুটবল একাদশের সাথে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। ১১ সেপ্টেম্বর বুধবার খেলায় রেফারি ছিলেন সুবীর বড়ুয়া বুলু, বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) প্রধান অতিথি  ছিলেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা, বিশেষ অতিথি সহকারি কমিশনার (ভূমি) চাই থোয়াইলা চৌধুরী,রামু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন,ভাইস চেয়ারম্যান আফসানা জেসমিন পপি, ফতেখাঁরকুল ইউপি চেয়ারম্যান ফরিদুল আলম, কচ্ছপিয়া ইউপি চেয়ারম্যান আবু ইসমাইল মো. নোমান, বিশিষ্ট ব্যবসায়ি গিয়াস উদ্দিন,সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, ব্রাদার্স ইউনিয়নের সভাপতি নবু আলম,ব্রাদার্স ইউনিয়নের সভাপতি নবু আলম, রামু এভারেস্ট টিচিং ইন্সটিটিউট এর অধ্যক্ষ রাজু বড়ুয়া,সোনালী অতীত ফুটবল ক্লাবের সাবেক সভাপতি ছিদ্দিক আহমদ, আহবায়ক তরুপ বড়ুয়া,সদস্য সচিব প্রকাশ সিকদার, স্কাউটস শিক্ষক সুকুমার বড়ুয়া, ফতেখাঁরকুল ইউপি সদস্যা রাশেদা খানম, ইউপি সদস্য লিটন বড়ুয়া, পুলিশ সদস্যরা সহ অনেকেই উপস্থিত ছিলেন।
রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা জানান বতর্মান সরকার গ্রামাঞ্চল থেকে প্রতিভাবান খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (অনূর্ধ্ব ১৭)জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে এবং বৃহস্পতিবারে ফাইনাল খেলা দেখা’র জন্য সকলকে আহবান জানান।