মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

মঙ্গলবার ১০ সেপ্টেম্বর বেলা ১ টা থেকে বুধবার ১১ সেপ্টেম্বর দুপুর ১২ টা পর্যন্ত টেকনাফে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যার পরিমাণ ৪২২ মিলিমিটার। কক্সবাজার আবহাওয়া দপ্তর সিবিএন-কে এ তথ্য নিশ্চিত করেছে। একই তথ্য টেকনাফের আবহাওয়াবিদ শফিউল আলমও সিবিএন-কে জানিয়েছেন। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি কেটে গেলেও এর প্রভাবে প্রবল বৃষ্টিপাত হচ্ছে বলে কক্সবাজার আবহাওয়া অফিসে কর্মরত টিপিও মোঃ ফরমান আলী সিবিএন-কে জানান।

তিনি বলেন, একই সময়ে চট্টগ্রামের সীতাকুন্ডে ২৩১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা একইদিন দেশের দ্বিতীয় রেকর্ড। কক্সবাজার জেলা সদরে একই সময়ে ১২৭ মিলিমিটার ও কুতুবদিয়ায় ৮২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সু্ত্র মতে, গত জুলাই মাসে কক্সবাজার জেলা সদরে একদিন ৪২৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল। বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বরও কক্সবাজারে থেমে থেমে হালকা বৃষ্টিপাত হবে বলে একই সুত্র সিবিএন-কে জানিয়েছেন। প্রসঙ্গত, টেকনাফের পুরাতন পল্ল্যান পাড়ায় মঙ্গলবার ১০ সেপ্টেম্বর প্রবল বর্ষনে পাহাড় ধ্বসে ঘুমন্ত অবস্থায় ২ জন নিহত ও ৬ জন আহত হয়েছে। এ ছাড়া ভারী বর্ষনে গত দু’দিন টেকনাফে জীবনযাত্রা প্রায় অচল হয়ে পড়ে।