কামাল হোসেন, রামু :
কক্সবাজার রামুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (অনূর্ধ্ব ১৭) জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অবজ্ঞা করায় কাউয়ারখোপ ইউনিয়নের চেয়ারম্যানকে শোকজ করেছেন রামু উপজেলা প্রশাসন।বিষয়টি আজ নিশ্চিত করেছেন রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা।

বতর্মান সরকার গ্রামাঞ্চল থেকে প্রতিভাবান খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যে সারা দেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (অনূর্ধ্ব ১৭)জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন হয়।গত শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা’র সভাপতিত্বে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে রামু’র এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন, রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল।
টুর্নামেন্টের প্রথম পর্বের শেষ ম্যাচে ফতেখাঁরকুল ইউনিয়নের মুখোমুখি হওয়ার কথা ছিলো কাউয়ারখোপ ইউনিয়ন ফুটবল দলের।কিন্তু কাউয়ারখোপ ইউনিয়ন ফুটবল দল কোন প্রকার অবিহিত ছাড়াই খেলায় অংশ নেননি।এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভীষণ ক্ষিপ্ত হন এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবেন বলে ঘোষনা দেন।এদিকে কাউয়ারখোপ ফুটবল দল খেলায় অংশ গ্রহণ না করায় টুর্নামেন্ট পরিচালনা কমিটি ফতেখাঁরকুল ইউনিয়ন ফুটবল দলকে বিজয়ী ঘোষণা করেন।
আজ(১১ সেপ্টেম্বর)রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা টুর্নামেন্ট নিয়ে সাংবাদিকদের ব্রিফকালে বলেন,কাল (১২ সেপ্টেম্বর)বৃহস্পতিবার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।টুর্নামেন্টে অংশগ্রহনকারী সকল দলকে ধন্যবাদ জানাই।টুর্নামেন্ট অবজ্ঞাকারী কাউয়ারখোপ ইউনিয়নের চেয়ারম্যানকে আজ(১১ সেপ্টেম্বর)শোকচ করা হয়েছে।যথাযথ জবাব দিতে না পারলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।