বলরাম দাশ অনুপম : পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বিপিএম বলেছেন-এবার শান্তিপূর্ণভাবে জেলায় শারদীয় দূর্গোৎসব পালিত হবে। এ জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রতিটি পূজা মন্ডপ পুলিশের পাশাপাশি আনসার ভিডিপির সদস্যরা দায়িত্ব পালন করবে বলে জানান পুলিশ সুপার। তিনি বুধবার বিকেলে নিজ সম্মেলন কক্ষে শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন, সহকারী পুলিশ সুপার কাজী মতিউল ইসলাম, সহকারী পুলিশ সুপার রতন চৌধুরী, সহকারী পুলিশ সুপার বাবুল চন্দ্র বণিক, জেলা পুজা কমিটির সভাপতি এডভোকেট রনজিত দাশ, সাধারণ সম্পাদক বাবুল শর্মা, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন, জেলা পুজা কমিটির সহ-সভাপতি রতন দাশ, উদয় শংকর পাল মিঠু, বিপুল সেন, বিভিন্ন থানার ওসি, জেলা পুজা কমিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন উপজেলা পুজা কমিটির সভাপতি-সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।