আব্দুল্লাহ আল-মামুন :
একসময় এলাকার প্রতিটা বাড়ির আঙ্গিনায় এই গাছটি চোখে পড়ত। উখিয়াসহ আশপাশের এলাকা থেকে হারিয়ে যেতে বসেছে সুস্বাদু ও উপকারী ফল আতা। আগে প্রায় সব বাড়ির ও জমির আঙ্গিনায় আতা গাছ দেখা গেলেও এখন চোখে মেলানো মুসকিল হয়ে পড়েছে। দেশীয় ফল আতার আরেক নাম শরীফা। নোনা নামেও এটি পরিচিত। তবে আতা নামেই এ ফলটি সারা দেশে বেশি পরিচিত রয়েছে। বর্তমানে নানা কারণে প্রকৃতির মাঝ থেকে হারিয়ে যেতে বসেছে দেশীয় মুল্যবান ও উপকারী এসকল ফল। তেমনি একটি দেশিয় বৃক্ষ আতাগাছ। আর এ আতা গাছেই জস্মে সুস্বাদু ফল ‘আতা’। বসত বাড়ির আঙ্গিনায় ও ঝোপ জঙ্গলে আতা গাছ জন্মে। আতা ফল আমাদের দেহ গঠনের জন্য খুব উপকারী।
বাড়ির আঙ্গিনায় ২-৩টা আতা গাছ থাকায় যেন বিভিন্ন পাখির মিলন মেলা।পাখির সুরে ভরে যেত মনটা।আহা!কি সুন্দর পরিবেশ ছিল।এখন দিন দিন হারিয়ে যেতে বসেছে।আমার মতে বর্তমান প্রজন্ম এই সুস্বাদ ফলের সাথে পরিচিত একটু কম।সময়ের পরিবর্তনে হারিয়ে যেতে বসেছে।তাই সবার উচিৎ প্রতিটা বাড়ির আঙ্গিনায় একটা একটা করে আতা গাছ রোপন করা।

#আব্দুল্লাহ আল-মামুন,কোটবাজার, উখিয়া ।