রামু প্রতিনিধি:

রামুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় অনুর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনের খেলায় এক খেলোয়াড় আহত হয়েছেন। রবিবার (৮সেপ্টেম্বর) চাকমারকুল ইউনিয়ন ও কচ্ছপিয়া ইউনিয়ন ফুটবল একাদশের খেলায় এ ঘটনা ঘটে। আহত মো. জুনাইদ (১৭) চাকমারকুল ইউনিয়ন ফুটবল একাদশের খেলোয়াড়। সে চাকমারকুল ইউনিয়নের শ্রীমুরা গ্রামের আবদুর রহিমের ছেলে। গুরতর আহত অবস্থায় তাকে মালমুঘাট খ্রিষ্টান মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে। রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা আহত জুনাইদকে দেখতে যান এবং চিকিৎসার জন্য অর্থ সহায়তা দেন।

জানা গেছে, খেলার দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের খেলোয়াড় বলকে লাথি দিলে তা লক্ষ্যভ্রষ্ট হয়ে জুনাইদের ডান পায়ে লাগে। এতে পায়ের হাঁড় ভঙ্গে গেলে সে গুরুতর আহত হয়। এনিয়ে দুপক্ষের খেলোয়াড়রা হাতাহাতিতে জড়ান। পুলিশ ও খেলা পরিচালনায় নিয়োজিতরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার জেরে চাকমারকুল একাদশের খেলোয়াড়রা আর মাঠে নামেনি। তবে ২-১ গোলে এগিয়ে থাকা কচ্ছপিয়া ফুটবল একাদশকে জয়ী ঘোষনা করেন রেফারি।