আলমগীর মানিক, রাঙামাটি:
সাম্প্রতিক সময়ে রাঙামাটির বিভিন্ন স্থানে কিছু কিছু নির্বাচিত জনপ্রতিনিধি সভা-সমাবেশে সরকার বিরোধী বক্তব্য দেওয়ার মাধ্যমে সন্ত্রাসীদের পক্ষে অবস্থান করছেন। এটা কখনোই কাম্য নয় মন্তব্য করে রাঙামাটির জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ বলেছেন, নির্বাচিত জনপ্রতিনিধিগণ সরকারের একজন কর্মকর্তা হিসেবে জনসাধারণের কল্যাণে কাজ করে থাকেন। সেক্ষেত্রে সরকারের উন্নয়নের স্বার্থে, দেশের স্বার্থে তথাপি জনগণের উন্নয়নের কথাগুলো জনপ্রতিনিধিসহ আমাদের সকলকেই বলতে হবে। সরকারের জনপ্রতিনিধিত্বশীল প্রতিষ্ঠানের চেয়ারে বসে সরকার বিরোধী এবং দেশ বিরোধী বক্তব্য প্রদানকারি জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট্যদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বদ্ধ পরিকর রাঙামাটির জেলা প্রশাসন কর্তৃপক্ষ। রোববার রাঙামাটিতে আয়োজিত জেলার আইন শৃঙ্খলা সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক এসব কথা বলেন। সভায় রাঙামাটির পুলিশ সুপার মোঃ আলমগীর কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক, সিভিল সার্জন, রাঙামাটি সরকারী কলেজের অধ্যক্ষসহ, বিভিন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যানগণ, গোয়েন্দা সংস্থাগুলোর প্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিবর্গ উক্ত সভায় উপস্থিত ছিলেন।