মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজারের পুলিশ সুপার এ.বি.এম মাসুদ হোসেন বিপিএম আন্তর্জাতিক একটি ওয়ার্কশপে অংশ নিয়ে শুক্রবার ৬ সেপ্টেম্বর রাত সাড়ে ১১ টায় ফিলিপাইনের নিয়ন একুইনু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হয়ে ঢাকা হজরত শাহজালাল (র.) বিমানবন্দর পৌছেছেন। গত শনিবার ৩১ আগস্ট দিবাগত রাত ২ টায় “জেন্ডার বেইস ভায়োলেন্স” বিষয়ের উপর ৬ দিনের এক ওয়ার্কশপে যোগ দিতে এসপি এ.বি.এম মাসুদ হোসেন বিপিএম সহ বাংলাদেশ পুলিশের ৬ সদস্যের এক প্রতিনিধিদল ফিলিপাইন গিয়েছিলেন। গত ১ সেপ্টেম্বর থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত ফিলিপাইনের রাজধানী ম্যানিলাতে এ গুরুত্বপূর্ণ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। বিষয়টি কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) রেজওয়ান আহমেদ সিবিএন-কে নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ওয়ার্কশপে বিশ্বের আরো কয়েকটি দেশ থেকে প্রতিনিধিরা অংশ নিয়েছেন। কক্সবাজারের এসপি এ.বি.এম মাসুদ হোসেন বিপিএম আগামী রোববার ৮ সেপ্টেম্বর কক্সবাজার কর্মস্থলে যোগ দেবেন বলে এডিশনাল এসপি (সদর) রেজওয়ান আহমেদ সিবিএন-কে জানিয়েছেন।
প্রসঙ্গত, কক্সবাজারের এসপি মাসুদ হোসেন বিপিএম এর আগে থাইল্যান্ড ও জাপানে আরো দু’টি আন্তর্জাতিক ওয়ার্কশপে অংশ নিয়েছিলেন।