আবুল কাশেম সাগর, রামু

রামুতে রোহিঙ্গা ক্যাম্প হতে পালাতক ৬ রোহিঙ্গা পুরুষকে অাটক পূর্বক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ মাসের সাজা প্রদান করেছে রামু উপজেলা সহকারী কমিশনার (ভূমি)।
সাজাপ্রাপ্তরা হলো- উখিয়া বালুখালী সি ব্লকের মোঃ লালুর ছেলে মো রহিম (১৮), মো ছলিম (২২), আতা উল্লাহ হাকিমের ছেলে মোঃ লালু (৫০), আবদুল হাকিমের ছেলে নুর অাহমদ (৩৫), মোঃ হোছন এর ছেলে ইমাম হোসেন (৪২), টেংখালী জামতলি ক্যাম্পেন ফিরোজ আলমের ছেলে ইমাম হোসেন (২২)।
জানা গেছে, রোহিঙ্গা ক্যাম্প হতে পালিয়ে একই পরিবারের পিতা-পুত্রসহ ৬ রোহিঙ্গা জুমার নামাজ শেষে পালানোর সময় জনগণের সহযোগিতায় ধৃত করে রামু থানা পুলিশে হস্তান্তর করা হয়।
রামু উপজেলার ফতেখঁরকুল ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামের বাসিন্দা সাংবাদিক পুত্র তানভীর ইসলাম অভি জানান, শুক্রবার ( ৬ সেপ্টেম্বর) রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের রামু কেন্দ্রীয় জামে মসজিদের নামাজ শেষে সকল মুসল্লিরা যখন চলে যাচ্ছিল দলবদ্ধ ৬ রোহিঙ্গা যুবককে দেখে সন্দেহ হলে জনসাধারণের সহযোগিতায় তাদের গতিরোধ করে রামু থানা ওসি তদন্ত মিজানুর রহমানকে অবহিত করি। পরবর্তীতে আমি (অভি) নিজ খরচে টমটম যোগে রামু থানায় ধৃত ৬ রোহিঙ্গাকে থানায় সোর্পদ করি।
রামু থানা অফিসার ইনচার্জ আবুল খায়ের জানান, আটক ৬ রোহিঙ্গাকে রামু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাছে হাজির করে প্রত্যেককে ১ মাসের সাজা প্রদান করা হয়েছে। রামু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) চাই থোয়াইহলা চৌধুরী সাজার বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে স্থানীয় সাংবাদিক পুত্র তানভীর ইসলাম অভির সাহসিকতার প্রশংসা করেছেন সচেতন মহল।