মুহাম্মদ জুবাইর, টেকনাফ:
টেকনাফ সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে শুন্য পদে উপ-নির্বাচনের তফশিল ঘোষনা করা হয়েছে। ৩ সেপ্টম্বর ২০১৯ স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা ২০১০ এর বিধি ১০ অনুযায়ী উপজেলা নির্বাচন অফিসার ও রির্টানিং অফিসার, মোহাম্মদ বেদারুল ইসলাম টেকনাফ সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য পদে উপ-নির্বাচনের তফশিল ঘোষনা করেন।

ঘোষিত তফসিল মতে রিটার্নিং অফিসারের নিকট মনোয়নপত্র দাখিলের শেষ তারিখ-১২ সেপ্টম্বর, বৃহস্পতিবার। বাছাই, ১৫ সেপ্টম্বর, রবিবার। প্রার্থীতা প্রত্যাহার ২২ সেপ্টম্বর, রবিবার। ১৪ অক্টোবর ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

টেকনাফ উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোহাম্মদ বেদারুল ইসলাম জানান, টেকনাফ সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে সদস্য পদে উপ-নির্বাচনের তফশিল ঘোষনা করায় প্রার্থীরা ১২ সেপ্টম্বর পর্যন্ত ছুটিরদিন সহ প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবে এবং নির্বাচন সুষ্টভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ১জুলাই দিবাগত রাতে পুলিশের সাথেবন্দুকযুদ্ধে’ সদর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য ও মহেশখালিয়াপাড়ার মৃত মোহাম্মদ হাসেমের ছেলে আবদুল হামিদ (৪৫) নিহত হলে, বিধি মতে উক্ত ওয়ার্ডের সদস্য পদটি শুন্য ঘোষনা করায় উপ-নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তফসিল ঘোষনার পর সম্ভাব্য প্রার্থীরা মাঠে দৌড়জাপ শুরু করেছে। তাদের মধ্যে সাবেক মেম্বার, ইউনিয়র আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ নুর মোহাম্মদ গণি, প্রবাসী জহির উদ্দিন আহমদ, ও খোনকার পাড়ার মাওঃ আবদুল হামিদের নাম শুনা যাচ্ছে। এছাড়া আরো অনেকে মাঠে রয়েছে বলেও জানান স্থানীয়রা।