প্রেস বিজ্ঞপ্তি :
কক্সবাজার সদর থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় অভিযুক্ত ১১ জনকে আটক করেছে। গত ৩ আগষ্ট হতে ৪ পর্যন্ত আগষ্ট কক্সবাজার সদর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এই ১১ আসামীকে গ্রেফতার করেন কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামীরা হলেন
১। জাহিদুল ইসলাম প্রঃ মৃধা,পিতা-মৃত মোতাহের আলী,সাং-পানাইল সাতবাড়ীয়া,থানা-আলফাডাঙ্গা,জেলা-ফরিদপুর।
২। মোঃ ইলিয়াছ,পিতা-বাদশা মিয়া,সাং-কোচপাড়া,থানা-চকরিয়া,জেলা-কক্সবাজার।
৩। মফিজুর রহমান,পিতা-রুহুল আমিন,মাছিমবাড়ী,বকমিগঞ্জ,থানা-লাঙ্গলকোট,জেলা-কুমিল্লা। বর্তমান-উত্তর তারাবুনিয়াছড়া,(শামিম এর ভাড়া বাসা) ০৪নং ওয়ার্ড,পৌরসভা,থানা ও জেলা-কক্সবাজার।
৪। মোঃ নাছির আহম্মদ বিজয়,পিতা-মোঃ ইসমাইল,সাং-ছোট ইনানী,০৩ নং ওয়ার্ড,(আবু বকরের বাড়ী)থানা-উখিয়া,জেলা-কক্সবাজার।
৫। সজল মল্লিক,পিতা-মৃত নিরুদ মল্লিক,সাং-মল্লিক পাড়া,কক্সবাজার পৌরসভা,থানা ও জেলা-কক্সবাজার।
৬। আব্দুল হামিদ,পিতা-আক্তার আহম্মদ,সাং-পশ্চিম লাহারপাড়া,০১ নং ওয়ার্ড,থানা ও জেলা-কক্সবাজার।
ওয়ারেন্ট সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীঃ
১। বেলাল আহমেদ,পিতা-মৃত বদরুদ্দুজা,সাং-জানার ঘোনা,কলেজ গেইট, থানা ও জেলা-কক্সবাজার।
২। ফাতেমা নিশা,স্বামী-শফিউল আজম,সাং-দক্ষিন রুমালিয়াছড়া,০৮ নং ওয়ার্ড,থানা ও জেলা-কক্সবাজার।
৩। শহিদুল @ সুমন,পিতা-বদরুদ্দুজা,সাং-উত্তর নুনিয়ারছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে,থানা ও জেলা-কক্সবাজার।
৪। গিয়াস উদ্দিন বাবুল,পিতা-ফরিদুল আলম,সাং-উত্তর খানঘোনা,থানা ও জেলা-কক্সবাজার।
৫। নুরুল ইসলাম @ মনিরুল,পিতা-নুর আহমদ,সাং-মহাজের পাড়া,কামাল মিস্ত্রীর বাড়ী,থানা ও জেলা-কক্সবাজার।
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদ উদ্দিন খন্দকার (পিপিএম) তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন বিভিন্ন মামলায় গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।