মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

শরনার্থী ত্রান ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) হিসাবে গত সোমবার ২ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নিয়োগ পাওয়া মোঃ মাহবুব আলম তালুকদার (জ্যেষ্ঠ যুগ্মসচিব) বৃহস্পতিবার ৫ সেপ্টেম্বর পূর্বাহ্নে দুর্যোগ ও ত্রান মন্ত্রণালয়ে যোগদান করবেন। বিষয়টি তিনি নিজেই সিবিএন-কে নিশ্চিত করেছেন। একইভাবে বিদায়ী আরআরআরসি মোহাম্মদ আবুল কালাম এনডিসি (অতিরিক্ত সচিব) একইদিন পূবাহ্নে মন্ত্রনালয়ে গিয়ে আরআরআরসি’র দায়িত্ব থেকে রিলিজ হবেন বলে তিনিও সিবিএন-কে নিশ্চিত করেছেন। নতুন আরআরআরসি মোঃ মাহবুব আলম তালুকদার দ্রুততম সময়ের মধ্যে কক্সবাজার নতুন কর্মস্থলে যোগ দিয়ে দায়িত্ব বুঝে নেবেন। তিনি দুর্যোগ ও ত্রান মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) হিসাবে বর্তমানে দায়িত্ব পালন করছেন। এ নিয়োগ ও বদলী সম্পর্কে অতিরিক্ত আরআরআরসি মোহাম্মদ সামসুদ্দোজা বলেছেন, যিনি বদলী হয়েছেন, আরআরআরসি মোহাম্মদ আবুল কালাম এনডিসি (অতিরিক্ত সচিব) তিনি অত্যন্ত ক্লিন, দক্ষ ও অমায়িক কর্মকর্তা ছিলেন। নতুন আরআরআরসি মোঃ মাহবুব আলম তালুকদার মহোদয়ও একজন মেধাবী ও মাঠ প্রশাসনে সফল দক্ষ কর্মকর্তা। এ নিয়োগ-বদলী প্রশাসনের নিয়মিত কাজের অংশ। এখানে নেতিবাচক কিছু নেই। প্রসঙ্গত, বিগত সালের নভেম্বর ও চলতি সালের ২২ আগস্ট পূর্ব নির্ধারিত মিয়ানমারে রোহিঙ্গা শরনার্থী প্রত্যাবাসনে ব্যর্থতা, ২৫ আগস্ট রোহিঙ্গা শরনার্থী আগমনের ২ বছর পূর্তি উপলক্ষে রোহিঙ্গা শরনার্থী মহাসমাবেশ করার বিষয়ে বিদায়ী আরআরআরসি মোহাম্মদ আবুল কালাম এনডিসি (অতিরিক্ত সচিব) ও তাঁর প্রশাসন তমুল বিতর্কের মধ্যে পড়েন। বিব্রতকর পরিস্থিতিতে সম্মুখীন হন খোদ সরকার। এ অবস্থায় আরআরআরসি মোহাম্মদ আবুল কালাম এনডিসি (অতিরিক্ত সচিব) সহ ৫ জন রোহিঙ্গা প্রশাসনের কর্মকর্তা’কে বদলি করা হয় এবং নতুন আরআরআরসি মোঃ মাহবুব আলম তালুকদার সহ ৩ জনকে নতুন করে নিয়োগ দেয়া হয়।
এদিকে, রোহিঙ্গা শরনার্থী প্রত্যাবাসনে জটিলতা, রোহিঙ্গা শরনার্থীদের সন্ত্রাসী ও অপরাধ কার্যকলাপে জড়িয়ে পড়া, রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে কর্মরত এনজিও এবং আইএনজিও গুলোর লাগামহীন কর্মকার্ন্ড, দীর্ঘদিন রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে কর্মরত থাকা কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মে জড়িয়ে পড়ার অভিযোগ, মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের মৌলিক অধিকার আদায়ের জন্য গঠিত বিভিন্ন রোহিঙ্গা সংগঠনের অপতৎপরতা বৃদ্ধি সহ আরো বহুবিদ চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে নতুন নিয়োগ পাওয়া আরআরআরসি মোঃ মাহবুব আলম তালুকদার ও তাঁর প্রশাসনকে। সমাধানের পথ খুঁজতে হবে স্থানীয় জনগোষ্ঠীর সাথে এনজিও এবং আইএনজিও গুলোর দ্বন্দ্ব, রোহিঙ্গা শরনার্থীদের সাথে সাংঘর্ষিক অবস্থান সহ দীর্ঘদিন জিইয়ে থাকা অনেক জটিল সমস্যার। রোহিঙ্গা শরনার্থী আগমনের কারণে ক্ষতিগ্রস্ত হওয়া স্থানীয় জনগোষ্ঠী, পরিবেশ, অবকাঠামো উন্নয়নে নতুন প্রশাসনের ভূমিকা কি হবে তাও অনেক ভাবভার বিষয়। এবিষয়ে নতুন নিয়োগ পাওয়া আরআরআরসি মোঃ মাহবুব আলম তালুকদার সিবিএন-কে বলেন-রাষ্ট্রীয় ভাবে দায়িত্ব যখন দেওয়া হয়েছে, কঠিন ও চ্যালেঞ্জিং হলেও রাষ্ট্রের স্বার্থে সে চ্যালেঞ্জ মোকাবেলা করে পেশাদারিত্ব ও দক্ষতার সাথে সেগুলো সমাধান করতে হবে আমাদের সম্মিলিতভাবে। এজন্য তিনি কক্সবাজার জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জনপ্রতিনিধি, বিজিবি, এনজিও, আইএনজিও, সুশীলসমাজ, স্থানীয় জনগোষ্ঠী, গণমাধ্যম সহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করে বলেন, সবাই দেশপ্রেম নিয়ে রাষ্ট্রের স্বার্থের কথা চিন্তা করলে সহজেই এসব সমস্যার সমাধান করা যাবে ইনশাল্লাহ। তিনি রোহিঙ্গা শরনার্থীর সাথে বিভিন্নভাবে জড়িত সকলকেই দেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে গঠন মূলকভাবে এ সমস্যা সমাধানে এগিয়ে আসার আহবান জানিয়েছেন।