বার্তা পরিবেশক :

কক্সবাজারে কৃতিসন্তান বহুগ্রন্থের প্রনেতা, সাহিত্যিক, গবেষক একুশে পদক প্রাপ্ত মংছেনচীং (মং ছিন) মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন রয়েছেন। ফুসফুস ক্যান্সারে আক্রান্ত কীর্তিমান মং ছেন চীং এর অবস্থা আশঙ্কাজনক বলে পরিবার সূত্রে জানা যায়।

ক্ষুদ্র নৃ গোষ্ঠী ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য গবেষণায় অসামান্য অবদান রাখায় তিনি ২০১৬ সালে একুশে পদকে ভূষিত হন। কক্সবাজার শহরে চাউল বাজার সড়কে প্রয়াত অং ছা থোঁ এর কনিষ্ট পুত্র মং ছেন চীং এর স্ত্রী শোভারানী ত্রিপুরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা, তিনিও জাতীয়ভাবে রোকেয়া পদক প্রাপ্ত একজন বিদূষী নারী। বর্তমানে খাগড়াছড়ি পার্বত্য জেলায় মহালছড়িতে বসবাসরত মং ছেন চীং  দুই কন্যার পিতা। তাঁর সুস্থতার জন্য তিনি সকলের নিকট আর্শীবাদ প্রত্যাশা করেন।