আলমগীর মানিক,রাঙামাটি :

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মের শতবার্ষিকীর দিন থেকে শুরু হতে যাওয়া মুজিব বর্ষ পালনে রাঙামাটির উপজেলাগুলোতে ব্যাপক আয়োজনের মাধ্যমে তৃণমুল পর্যায়ের আপামর জনসাধারনের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষে করনীয় নির্ধারনে মঙ্গলবার দুপুরে সেমিনারের আয়োজন করেছে রাঙামাটি সদর উপজেলা প্রশাসন কর্তৃপক্ষ।

“মুজিব বর্ষ-২০২০, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয়” শীর্ষক এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শারমীন আলম। সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুজ্জামান মহসিন রোমান, ভাইস চেয়ারম্যান দূর্গেশ্বর চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার।

উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন রাঙামাটি সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা উপমা। সেমিনারে সরকারী-বেসরকারী স্কুল কলেজের শিক্ষক, জনপ্রতিনিধিগণসহ ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।

আগামী ২০২০ সালের ১৭মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মের শতবর্ষ পূর্ণ হবে। আর ঠিক পরের বছর ২৬ মার্চ ২০২১ পুরো বাংলাদেশ উদযাপন করবে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। এ আয়োজনে সকল বয়স ও শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করা হবে।

ঘোষণা মোতাবেক শিশু, তরুণ, যুবক সকলের জন্য আলাদা কর্মসূচি থাকবে। আয়োজনের বিস্তৃতি থাকবে দেশের সকল ওয়াার্ড পর্যন্ত। দিবসটি সরকারী ভাবে পালনে ইতিমধ্যেই ব্যাপক আয়োজনের প্রস্তুতি নিতে শুরু করেছে মাঠ পর্যায়ের কর্মকর্তারা।