মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

বিভিন্ন রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে সহকারী ক্যাম্প ইনচার্জ হিসাবে চাকুরী করা ক্যাডার বর্হিভূত কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম (সহকারী সচিব-১১৪১২) কে বদলী করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষন-১ অধিশাখার উপসচিব মুহাম্মদ আবদুল লতিফ কর্তৃক গত ১ সেপ্টেম্বর স্বাক্ষরিত ৭০৩ নম্বর স্মারকে বদলী প্রজ্ঞাপন জারির মাধমে এ বদলী করা হয়। অন্যান্য বদলীর প্রজ্ঞাপনে বদলীকৃত কর্মকর্তাকে নতুন কর্মস্থলে পদায়ন করা হলেও মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে নতুন পোস্টিং না দিয়ে তার চাকুরী আরআরআরসি কার্যালয় থেকে সরাসরি জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যাস্ত করা হয়েছে। মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠায় তার বিরুদ্ধে বিভাগীয় মামলা শুরু হয়েছে বলে জানা গেছে। মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে বিভাগীয় মামলার বিষয়ে অতিরিক্ত আরআরআরসি ও একই কার্যালয়ের মুখপাত্র সিনিয়র উপসচিব এস দোজা থেকে জানতে চাইলে তিনি সিবিএন-কে বলেন-মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বদলীর খবরটা জানি, তবে বিভাগীয় মামলার বিষয় তাঁর জানা নেই। তিনি আরো জানান, মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিভিন্ন রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প ছাড়াও আরআরআরসি অফিসেও কাজ করেছে। প্রসঙ্গত, একইদিন রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পের আরো দু’জন ক্যাম্প ইনচার্জকে বদলী করা হয়। তারা হলেন -উখিয়ার কুতুপালং ৪ ও ৫ নম্বর ক্যাম্পের ইনচার্জ শামিমুল হক পাভেল (উপসচিব-১৫৮১০) এবং টেকনাফের নয়াপাড়া ১৪ ও ১৫ নম্বর ক্যাম্পের ইনচার্জ আবদুল ওয়াহাব রাশেদ (সিনিয়র সহকারী সচিব-১৬২৩৫)। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষন-১ অধিশাখার উপসচিব মুহাম্মদ আবদুল লতিফ কর্তৃক গত ১ সেপ্টেম্বর স্বাক্ষরিত ৭০১ এবং ৭০২ নম্বর স্মারকে এ পৃথক দু’টি বদলী প্রজ্ঞাপন জারির মাধমে এ বদলী করা হয়। শামিমুল হক পাভেল’কে বাণিজ্য মন্ত্রণালয়ের একটি রপ্তানি প্রকল্পের উপ পরিচালক এবং আবদুল ওয়াহাব রাশেদকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতাধীন মৌলিক স্বাক্ষরতা প্রকল্পের উপ পরিচালক হিসাবে বদলী করা হয়ছে। বদলীকৃত সিআইসি শামিমুল হক পাভেলের বিরুদ্ধে গত ২৫ আগস্ট অনুষ্ঠিত রোহিঙ্গা শরনার্থী সমাবেশের অনুমতি দেয়ার অভিযোগ সহ বিভিন্ন অভিযোগ উঠেছে। এ দু’জন সিআইসি এবং ১ জন এসিআইসি’র বদলীর মাধ্যমে রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে প্রশাসনিক এ্যাকশন শুরু হলো। রোহিঙ্গা প্রশাসনের আরো অনেক কর্মকর্তার বদলীর আদেশ প্রক্রিয়াধীন রয়েছে বলে বিশ্বস্থ সুত্র সিবিএন-কে জানিয়েছেন।