নিজস্ব প্রতিবেদকঃ
শোক দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
শুক্রবার (৩০আগস্ট) দুপুর ১২টায় পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহেদুল ইসলাম লিটু ও সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরীর নেতৃত্বে একটি দল বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে বিশেষ মোনাজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সহসভাপতি মো.ওয়ালিদ মিল্টন, সহ-সভাপতি আবু তালেব, বশিরুল আলম, আমান উল্লাহ আমান, যুগ্ম সম্পাদক ফেরদৌস ওয়াহিদ, কাউন্সির রেজাউল করিম, আওয়ামী লীগ নেতা মঈনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম রাসেল, মুজিবুর রহমান লিটন, ফরিদুল ইসলাম, অ্যাডভোকেট ফয়জুল কবির, রনি চৌধুরী, প্রচার সম্পাদক আরিফ মাঈন উদ্দিন রাসেল,  তথ্য ও গবেষণা সুধানশু বিমল সুশীল, কৃষি সম্পাদক শাহ আলম, উপ-দপ্তর সম্পাদক বশিরুল আলম, ধর্ম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির।
পৌর আওয়ামী লীগের সদস্য আহমদ রেজা, মিনহাজ উদ্দিন, জালাল আহমদ, হাজী জালাল আহমদ, সুমন কান্তি সুশীল, জালাল উদ্দিন, মোহাম্মদ রুবেল, রশিদ আহমদ, পৌরসভার ১নম্বর ওয়ার্ডের আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবুল হাশেম, নুরুস শফি, ২নম্বর ওয়ার্ডের সভাপতি নাজেম উদ্দিন ভুট্টো, ৩নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক সফুর আলম, মোসাদ্দেক হোসেন, ৪নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসহাক, ৫নম্বর ওয়ার্ডের সভাপতি সেকান্দর বাদশা নাগু, সাধারণ সম্পাদক জমির উদ্দিন মেম্বার, সহসভাপতি ফোরকানুল ইসলাম, জামাল উদ্দিন, ৬নম্বর ওয়ার্ডের ভারপ্রাপ্ত সভাপতি আবু কালাম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন, ৭নম্বর ওয়ার্ডের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক কাউন্সিলর জামাল উদ্দিন, উপজেলা যুবলীগের অর্থ সম্পাদক আজিজুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এসএম আরিফুল ইসলাম চৌধুরী, পৌরসভা ছাত্রলীগের সহ-সম্পাদক জালাল উদ্দিন প্রমুখ।
আর আগে বৃহস্পতিবার (২৯ আগস্ট) চকরিয়া পৌরসভা আওয়ামী লীগ দুইটি গাড়ি বহর নিয়ে বিকাল ৩টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় উদ্দেশ্যে চকরিয়া ত্যাগ করেন।