সিবিএন ডেস্ক:
আগামী বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে।
সূচি অনুযায়ী, ১ এপ্রিল থেকে ৪ মে হবে তত্ত্বীয় পরীক্ষা। আর ৫ থেকে ১৩ মের মধ্যে ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে।

ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গত বুধবার ২০২০ সালের এইচএসসি পরীক্ষার এই সূচি প্রকাশ করা হয়।

সেখানে বলা হয়, আগের মত এবারও পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যাই পরীক্ষার হলে গিয়ে নির্ধারিত আসনে বসতে হবে।

শুরুতে বহুনির্বাচনী (এমসিকিউ) অংশ এবং পরে রচনামূলক অংশের পরীক্ষা হবে। ৩০ নম্বরের বহুনির্বাচনী পরীক্ষার সময় ৩০ মিনিট এবং ৭০ নম্বরের সৃজনশীল পরীক্ষার সময় আড়াই ঘণ্টা।

যেসব বিষয়ে ব্যবহারিক পরীক্ষা রয়েছে সেগুলোর ২৫ নম্বরের বহুনির্বাচনী পরীক্ষার সময় ২৫ মিনিট এবং ৫০ নম্বরের সৃজনশীল অংশের জন্য দুই ঘণ্টা ৩৫ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে।