বলরাম দাশ অনুপম :

ভগবান শ্রীকৃষ্ণ’র শুভ জন্মাষ্টমী উপলক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে বক্তৃতা প্রতিযোগিতা অনুস্টিত অনুস্টিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টায় কক্সবাজারের প্রধান সড়কস্হ অাসাদ কমপ্লেক্সের ৩য় তলায় মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্কা কার্যক্রমের কার্যালয়ে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন। এসময় তিনি বলেন-সনাতনী সম্প্রদায়কে এগিয়ে নিয়ে যেতে ভগবান শ্রীকৃষ্ণ এর অার্দশ পালন করতে হবে। মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্কা কার্যক্রমের সহকারী পরিচালক শ্রীরাম সরকারের সভাপতিত্বে ও বাগীশিক জেলা সংসদের সাধারণ সম্পাদক নারায়ন দাশের পরিচালনায় অনুস্টিত উক্ত উদ্বোধনী অনুস্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদের কর্মকর্তা সাংবাদিক বলরাম দাশ অনুপম। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন হরি সাধন পাল, পুরহিতরত্ন জগদীশ শর্মা ও মাস্টার পথিক চন্দ্র দে।